কালীগঞ্জ, ঝিনাইদহ প্রতিনিধি:
সরকারি মাহ্তাব উদ্দিন ডিগ্রী কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সংগঠনের নেতৃবৃন্দ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ”কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের” করা সাম্প্রতিক অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। শনিবার (১৯ অক্টোবর) বেলা ৪টায় ঝিনাইদহের কালীগঞ্জ সরকারি মাহতাব উদ্দিন ডিগ্রী কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কলেজ ছাত্রশিবিরের সভাপতি হুসাইন আহমেদ।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত ১৮ নভেম্বর কলেজে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কতৃক আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানের বিষয়ে ছাত্রদল যে ‘ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও নোংরা’ অপপ্রচার চালাচ্ছেন তা সম্পূর্ণ বানোয়াট। শিবির প্রতিষ্ঠালগ্ন থেকেই শিক্ষার্থীদের কল্যাণে গঠনমূলক ও শিক্ষামুখী নানা কর্মসূচি পরিচালনা করে আসছে বলেও তিনি উল্লেখ করেন।
হুসাইন আহমেদ জানান, সরকারি মাহতাব উদ্দিন ডিগ্রী কলেজে এটি ছিল তাদের তৃতীয় নবীনবরণ অনুষ্ঠান, যার প্রস্তুতি প্রায় এক মাস ধরে চলছিল। এ সময় তিনি বলেন, এ আয়োজন ছিল সম্পূর্ণ শিক্ষামুখী, কোনো বিনোদন বা উৎসবের অনুষ্ঠান নয়।
তিনি আরো জানান, অনুষ্ঠানের দিন রাত একটার সময় তারা জানতে পারেন কলেজের দাতা ও প্রতিষ্ঠাতা সদস্য, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এবং বর্ষীয়ান রাজনীতিবিদ আলহাজ্ব মাহবুবার রহমান ইন্তেকাল করেছেন। এ প্রেক্ষিতে তাদের অনুষ্ঠান স্থগিত করা বাস্তবসম্মত ছিল না, তবে জানাজায় সম্মিলিতভাবে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেয় সংগঠনটি।
তিনি বলেন, জানাজা কলেজ মাঠেই অনুষ্ঠিত হওয়ায় শিবির নেতাকর্মীরা নিজেদের মাইক ব্যবহার করে বারবার শিক্ষার্থীদের জানাজায় অংশগ্রহণের আহ্বান জানান। এ সময় কোনো গান, বিনোদনমূলক শব্দ বা অনৈতিক অডিও বাজানো হয়নি বলেও তিনি জোর দিয়ে বলেন।
ছাত্রদল যে অভিযোগ তুলেছেন লাশ কলেজে থাকা অবস্থায়ও মাইক বন্ধ করা হয়নি তা সম্পূর্ণ অসত্য ও অপপ্রচার বলে দাবি করেন তিনি। তাঁর ভাষায়, আমরা শুধুমাত্র জানাজায় অংশগ্রহণের আহ্বান জানিয়েছি। যদি এটাকেই তারা অপরাধ মনে করেন তাহলে হ্যাঁ, আমরা সেই ‘অপরাধ’ করেছি, কারণ জানাজায় অংশ নেওয়া প্রতিটি মুসলমানের দায়িত্ব।
তিনি আরো বলেন, যে সংগঠন নিজেরা শিক্ষার্থীদের কল্যাণ একটি কার্যকর প্রোগ্রাম আয়োজন করতে পারেনা, তারা আজ অন্যের ভাল কাজেও ঈর্ষান্বিত। নিজেদের ব্যর্থতা ঢাকতেই তারা আজ অপপ্রচারকে হাতিয়ার বানিয়েছে। যদি আপনাদের কাছে শিক্ষার্থীবান্ধব কোন কর্মসূচি না থাকে তাহলে আমাদেরকে বলুন আমরা কর্মসূচি তৈরি করে দিব এবং আমরা যেমন রাকসু ভিপিকে এনে অনুষ্ঠান করেছি, আপনারা পারলে আপনাদের কেন্দ্রীয় সভাপতিকে এনে অনুষ্ঠান করুন আমরা আমাদের জায়গা থেকে সার্বিক সহযোগিতা করবো, প্রয়োজন হলে অর্থ দিয়েও সহযোগিতা করবো। সংবাদ সম্মেলনে তিনি ছাত্রদলকে সত্যের পথে ফিরে এসে শিক্ষার্থীদের কল্যাণে ইতিবাচক প্রতিযোগিতার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে কালীগঞ্জ উপজেলা ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। সংগঠনটি অপপ্রচারের বিরুদ্ধে সকলকে সতর্ক থাকার আহ্বান জানায়।