হরিণাকুন্ডুতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে মে দিবস পালিত

হরিণাকুন্ডুতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে মে দিবস পালিত

আব্দুল্লাহ আল মামুন, হরিনাকুণ্ডু

ঝিনাইদহ জেলার হরিনাকুন্ডুতে শ্রমিককল্যাণ ফেডারেশনের উপজেলা শাখার উদ্যোগে “শ্রমিক – মালিক এক হয়ে, গড়বো দেশ নতুন করে” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ১ মে দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার ৪.৩০ মিনিট হতে হরিনাকুন্ডু প্রিয়নাথ স্কুল এন্ড কলেজের মাঠে বিভিন্ন ইউনিয়ন থেকে আসা শ্রমিক ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা উপস্থিত হতে থাকে , প্রিয়নাথ স্কুল থেকে থেকে শুরু করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে হরিণাকুন্ডু দোয়েল চত্বরে এসে সংক্ষিপ্ত আলোচনাসভায় মিলিত হয় তারা।

শ্রমিক কল্যাণ ফেডারশনের আয়োজনে হরিনাকুন্ডু উপজেলা শাখার আমির মোঃ বাবুল হোসেনের সভাপতিত্বে,সেক্রেটারি মাস্টার ইদ্রিস আলীর সঞ্চালনায় আজকের সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঝিনাইদহ জেলা আমীর ও ঝিনাইদহ-২ আসনের এমপি পদপ্রার্থী ও আজকের সমাবেশে প্রধান অতিথি অধ্যাপক আলী আজম মোঃ আবু বকর বলেন, ১৮৮৬ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে হে মার্কেটের শ্রমিকরা ৮ ঘন্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন। এরপর থেকে শ্রমিকদের দৈনিক কাজের সময় নেমে আসে ৮ ঘন্টায়। তখন থেকেই সারা বিশ্বে ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস যেটি “মে দিবস” হিসেবে পালন করা হচ্ছে।

তিনি আরও বলেন, বাংলাদেশে এবার ভিন্ন প্রেক্ষাপটে মহান মে দিবস পালন করা হচ্ছে। শ্রমিক-মালিক সুসম্পর্কের মাধ্যমে দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে মে দিবসের গুরুত্ব অপরিসীম উল্লেখ করেন

আরো পড়ুন
IMG-20250829-WA0073
আরো পড়ুন
IMG-20250827-WA0033
আরো পড়ুন
IMG_20250828_073232_(300_x_300_pixel)
আরো পড়ুন
Copy of Public_20250825_201535_0000
আরো পড়ুন
ঢাকায় ঝিনাইদহ যুবলীগ ও আ.লীগ নেতাকে গ্রেপ্তার
আরো পড়ুন
IMG-20250823-WA0026
আরো পড়ুন
Scroll to Top