প্রবাসী রুবেলের অকাল মৃত্যুতে শোকের ছায়া পরিবারে

প্রবাসী রুবেলের অকাল মৃত্যুতে শোকের ছায়া পরিবারে

হরিনাকুণ্ডু প্রতিবেদক

প্রবাসী রুবেলের অকাল মৃত্যুতে শোকের ছায়া পরিবারে । ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার নিজ গ্রাম খলিশাকুন্ডুতে পৌঁছালো প্রবাসী যুবক রুবেলের মরদেহ।

শনিবার (৩০ আগস্ট) সকালে সৌদি আরব থেকে এ মরদেহ এসে পৌছায়।

দুই সন্তানের জনক রুবেলের অকাল মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত রুবেল ওই গ্রামের মানোয়ার হোসেনের পুত্র।

স্বজন ও গ্রামবাসী জানায়, সংসারের সচ্ছলতা ফিরিয়ে আনতে গত রমজানের শুরুর দিকে তিনি সৌদি আরব যান। গত ১৬ আগস্ট প্রথমে রুবেলের অসুস্থতার খবর দেন তার সহকর্মী ঝিনাইদহের শৈলকূপার প্রবাসী গোলাম মওলা।

তবে পরদিন ১৭ আগস্ট সকাল ১০টার দিকে তারা মৃত্যুসংবাদ পান। বিষয়টি নিশ্চিত করেন রুবেলের শ্যালক আরাফাত হোসেন। তিনি জানান, এনজিও থেকে ঋণ নিয়ে দুলাভাইকে বিদেশ পাঠানো হয়েছিল। অল্প সময়ের মধ্যেই তার মৃত্যুর সংবাদ পাওয়ার পর গোটা পরিবার শোকে ভেঙে পড়েছে।

আরো পড়ুন
শৈলকুপার ডাউটিয়া বাজারে জামায়াত-বিএনপির পাল্টাপাল্টি সমাবেশে উত্তেজনা, এলাকায় থমথমে পরিস্থিতি
আরো পড়ুন
Oplus_131072
আরো পড়ুন
IMG-20251010-WA0010
আরো পড়ুন
জামায়াতের আয়োজনে কালীগঞ্জের কোলা ইউনিয়নে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
আরো পড়ুন
Picsart_25-09-21_19-04-44-013
আরো পড়ুন
ঝিনাইদহ জেলা জামায়াতের সুধী সমাবেশ
আরো পড়ুন
Scroll to Top