নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ
ঝিনাইদহে বোমা বিস্ফোরণে শিশু আহত। জেলার হরিণাকুণ্ডু উপজেলায় বোমা বিস্ফোরণে নাজিম আলী (১২) নামের এক স্কুলছাত্র আহত হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কেষ্টপুর গ্রামে এ ঘটনা ঘটে। বিস্ফোরণের শব্দে গোটা এলাকা কেঁপে ওঠে এবং স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আহত নাজিম আলী ওই গ্রামের রোজদার আলীর ছেলে। তিনি স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র। ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যায়।
এলাকার বাসিন্দারা জানান, সন্ধ্যার পরপরই কেষ্টপুর গ্রামের ইশারত আলী ও সিরাজ মালিতার বাড়ির পাশে রাস্তার ওপর হঠাৎ করে বিকট শব্দে বোমার বিস্ফোরণ ঘটে। এ সময় সেখানে খেলা করছিল শিশু নাজিম। বিস্ফোরণের শব্দে গ্রামজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের পর অনেকেই ঘর থেকে বের হতে ভয় পান।
গ্রামের বাসিন্দা রবিউল ইসলাম বলেন, “হঠাৎ প্রচণ্ড শব্দে আমরা সবাই ভয় পেয়ে যাই। কিছুক্ষণ কিছুই বোঝা যাচ্ছিল না। পরে জানতে পারি নাজিম নামের এক শিশু আহত হয়েছে। এখন পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে।”
ঘটনার খবর পেয়ে হরিণাকুণ্ডু থানা পুলিশ ঘটনাস্থলে যায়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম হাওলাদার সাংবাদিকদের বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আমি বাইরে জরুরি কাজে রয়েছি, ফিরে এসে বিস্তারিত জানাতে পারব। তদন্ত করে দেখা হচ্ছে এটি কিসের বিস্ফোরণ এবং কারা এর সঙ্গে জড়িত।”ঘটনার পর থেকে কেষ্টপুর গ্রামে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয়রা আতঙ্কে রয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এলাকায় টহল জোরদার করেছে। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সর্বশেষ তথ্য অনুয়াযী, আহত শিশুটি এখনো হাসপাতালে চিকিৎসাধীন। বিস্ফোরণের উৎস এবং উদ্দেশ্য নিশ্চিত হওয়া যায়নি। এলাকাবাসীর দাবি, দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে এলাকায় ভীতি সৃষ্টি করতে এ ঘটনা ঘটিয়েছে।