লালন মণ্ডল, ঝিনাইদহ-
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন। গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে ঝিনাইদহ প্রেস ইউনিটির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ আগস্ট) সকাল সাড়ে ১১টায় শহরের পায়রা চত্বরে আয়োজিত মানববন্ধনে বক্তারা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিশেষ ট্রাইব্যুনালে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধনে সভাপতিত্ব করেন ঝিনাইদহ প্রেস ইউনিটির সভাপতি মো. সাহিদুল এনাম পল্লব এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন। বক্তব্য রাখেন ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল কাজল, জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ কবীর, বাংলাদেশ প্রেসক্লাব জেলা শাখার সভাপতি স্বপন মাহমুদসহ সাংবাদিক ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দেশে সাংবাদিকদের ওপর হামলা, হত্যা ও নির্যাতন বেড়ে চলেছে, যা উদ্বেগজনক। রাষ্ট্রীয় পর্যায়ে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানান তারা।