শৈলকুপায় স্বামীর নির্যাতনের শিকার হয়ে স্ত্রীর মৃত্যু

ওয়ালিউল্লাহ স্টাফ রিপোর্টার:

শৈলকুপায় স্বামীর নির্যাতনের শিকার হয়ে স্ত্রীর মৃত্যু হয়েছে। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ত্রিবেনী ইউনিয়নে গৃহবধূ পিংকি রানি দাসকে (২৭) শারীরিক নির্যাতনের পর হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। নিহতের বাবা শ্রীকান্ত কুমার দাস এ ঘটনায় শৈলকুপা থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, আট বছর আগে পিংকি রানি দাসের বিয়ে হয় শৈলকুপার ত্রিবেনী গ্রামের সুমন কুমার দাসের সঙ্গে। বিয়ের পর থেকে বিভিন্ন সময় পিংকি রানি দাসের উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন স্বামী ও তার পরিবারের সদস্যরা।

গত ২১ মে রাতে আনুমানিক ৭টার দিকে পিংকিকে শ্বশুরবাড়িতে মারধর করে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। এরপর রক্তাক্ত অবস্থায় তাকে মাটিতে ফেলে রাখা হয়। স্থানীয়দের সহায়তায় প্রথমে তাকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬ দিন পর ২৬ মে সেখানে তার মৃত্যু হয়।

নিহতের পরিবারের দাবি, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তারা অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে শৈলকুপা থানার অফিসার ইনচার্জ জানান, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে , তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন
শৈলকুপার ডাউটিয়া বাজারে জামায়াত-বিএনপির পাল্টাপাল্টি সমাবেশে উত্তেজনা, এলাকায় থমথমে পরিস্থিতি
আরো পড়ুন
Oplus_131072
আরো পড়ুন
IMG-20251010-WA0010
আরো পড়ুন
জামায়াতের আয়োজনে কালীগঞ্জের কোলা ইউনিয়নে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
আরো পড়ুন
Picsart_25-09-21_19-04-44-013
আরো পড়ুন
ঝিনাইদহ জেলা জামায়াতের সুধী সমাবেশ
আরো পড়ুন
Scroll to Top