শৈলকুপায় ভিজিডির চাল আত্মসাতে বাধা: সাংবাদিককে মারধর ও লাঞ্চিতের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে!

শৈলকুপায় ভিজিডির চাল আত্মসাতে বাধা: সাংবাদিককে মারধর ও লাঞ্চিতের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে!

ডেস্ক রিপোর্ট :

শৈলকুপায় ভিজিডির চাল আত্মসাতে বাধা দেওয়ায় সাংবাদিককে মারধর ও লাঞ্চিতের অভিযোগ বিএনপি নেতা!! ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মির্জাপুর ইউনিয়ন পরিষদে গত চার মাসের VWB ( ভিজিডি) কার্ডের চাল বিতরণ শুরু হ’য়ে ছে। এই ইউনিয়নে মোট ২৩৩টি সুবিধাভোগীদের কার্ড বরাদ্দ রয়েছে।

ইতি মধ্যে ১৬০/৬৫ টি কার্ডের চাল বিতরণ করেছে কতৃপক্ষ। কিন্তু কিছু অসাধু ব্যাক্তি বাকি কার্ডের চাল অনিয়ম করার চেষ্টা করে, সাংবাদিক ইনসান আলী বাঁধা দিলে তাকে লাঞ্চিত করেছে আজাদ নামের এক স্থানীয় বিএনপি নেতা । এছাড়াও ওই ইউনিয়নে দায়িত্বরত প্রশাসকের উপর চড়াও হোন তিনি। শুধু তাই নয় সকালে সাংবাদিক লিটনকে পরিষদ থেকে টেনে হিঁচড়ে বের করে দেওয়া হয়। তার ক্ষমতার উৎস কি? এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই, সেই সাথে এই ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনার জোর দাবি জানাই এবং সে যদি বিএনপির নাম ভাঙিয়ে এই ধরনের অপকর্মে লিপ্ত হয়, তার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারনে ব্যবস্থা নেওয়ার জন্য বিএনপির দলীয় হাইকমান্ডের অনুরোধ করছি।

সাংবাদিক ইনসান আলী বলেন,হুদা মাইলমারি গ্রামের ফৌরদসীসহ আরো একজনের কার্ডে চাল দেওয়ার সময় কার্ড দুইটি কেড়ে নেয় বিএনপি নেতা আজাদ।তিনি বাঁধা দিলে তাকে মারধর করেন।

বিষয়টি নিয়ে মির্জাপুর ইউনিয়নের প্রশাসক মাজেদুর রহমান বলেন,ভিজিডির চাল নিয়ে দুপুরের দিকে কিছ বিশৃঙ্খলা হলেও পরে সঠিক ভাবে বিতরণ সম্পন্ন করা হয়েছে।

বিএনপি নেতা আজাদ বলেন, ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের সিদ্ধান্ত মোতাবেক যার যার নামে কার্ড তাদের হাতে চাল বুঝে দেওয়া হয়েছে। চাল আত্মসাৎ বা অনিয়মের অভিযোগ সঠিক না।

আরো পড়ুন
শৈলকুপার ডাউটিয়া বাজারে জামায়াত-বিএনপির পাল্টাপাল্টি সমাবেশে উত্তেজনা, এলাকায় থমথমে পরিস্থিতি
আরো পড়ুন
Oplus_131072
আরো পড়ুন
IMG-20251010-WA0010
আরো পড়ুন
জামায়াতের আয়োজনে কালীগঞ্জের কোলা ইউনিয়নে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
আরো পড়ুন
Picsart_25-09-21_19-04-44-013
আরো পড়ুন
ঝিনাইদহ জেলা জামায়াতের সুধী সমাবেশ
আরো পড়ুন
Scroll to Top