শৈলকুপায় মহিষ চুরি! রাতের আঁধারে এক জোড়া মহিষ উধাও!

শৈলকুপায় মহিষ চুরি! রাতের আঁধারে এক জোড়া মহিষ উধাও!

এ.এস আব্দুস সামাদ:

শৈলকুপায় মহিষ চুরি! রাতের আঁধারে এক জোড়া মহিষ উধাও! ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দিগনগর ইউনিয়নের সিদ্ধি মতনেজা পাড়ায় চাঞ্চল্যকর মহিষ চুরির ঘটনা ঘটেছে। গতকাল (২ জুন) গভীর রাতে স্থানীয় মৃত সামসুদ্দীন সরদারের ছেলে মোঃ ইয়াকুব আলী সরদারের গোয়ালঘর থেকে দুটি মহিষ চুরি হয়ে যায়।

পরিবার সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো গত রাতেও মালিক মোঃ ইয়াকুব আলী গোয়ালঘরে পশুদের দেখভাল করে রাত আনুমানিক ১১টার দিকে ঘুমাতে যান। রাত প্রায় ৩টার দিকে খটখটানি শব্দে তার ঘুম ভেঙে যায়। তখন তিনি তৎক্ষণাৎ ছুটে যান গোয়ালঘরে। সেখানে গিয়ে দেখেন, গোয়ালঘরের তালা ভাঙা, গরু ও ছাগল ঠিকঠাক আছে, কিন্তু একটি জোড়া মহিষ নেই।

চুরি হওয়া দুটি মহিষের বাজারমূল্য আনুমানিক ৪ লক্ষ ৪০ হাজার টাকা বলে জানিয়েছেন মালিক ইয়াকুব আলী।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, আগে এমন আরও চুরির ঘটনা ঘটেছে। তবে এবার কেবলমাত্র মহিষ চুরির ঘটনা সকলকে ভাবিয়ে তুলেছে। তারা বলছেন, “চোর ধরা পড়ে না, চরের বিচার হয় না, তাই এমন ঘটনা বারবার ঘটছে।”

স্থানীয়দের অভিযোগ, এলাকায় পুলিশের টহল কম এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেওয়াতেই চুরির ঘটনা বাড়ছে। এলাকাবাসী দ্রুত পুলিশের টহল বাড়ানো এবং চোরদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে তদন্ত চলছে। আশা করছি খুব শিগগিরই জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা যাবে।”

পুলিশ প্রশাসনের আশ্বাসের পরও এলাকাবাসী আতঙ্কিত। তারা দ্রুত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এলাকার নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

আরো পড়ুন
IMG-20250829-WA0073
আরো পড়ুন
IMG-20250827-WA0033
আরো পড়ুন
IMG_20250828_073232_(300_x_300_pixel)
আরো পড়ুন
Copy of Public_20250825_201535_0000
আরো পড়ুন
ঢাকায় ঝিনাইদহ যুবলীগ ও আ.লীগ নেতাকে গ্রেপ্তার
আরো পড়ুন
IMG-20250823-WA0026
আরো পড়ুন
Scroll to Top