শৈলকুপায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর

শৈলকুপায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালন

এ.এস আব্দুস সামাদ, শৈলকুপা

ঝিনাইদহের শৈলকুপায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৈরি আবহাওয়ার তোয়াক্কা না করে শুক্রবার সকাল ১১টায় শৈলকুপা নতুন বাজারে অবস্থিত দলীয় কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করে উপজেলা ও পৌর বিএনপি এবং তাদের সকল সহযোগী অঙ্গ সংগঠন।

পৌর বিএনপির সভাপতি আবু তালেব মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন বাবর ফিরোজ। সভাটি সঞ্চালনা করেন পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান বাবলু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষকদলের আহ্বায়ক ওসমান আলী বিশ্বাস, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি খলিলুর রহমান, সহ-সভাপতি রাকিবুল হাসান খান দিপু, যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল হোসেন মোল্লা, পৌর বিএনপির সহ-সভাপতি শহিদুল ইসলাম বাবু প্রমুখ। এসময় উপজেলা ও পৌর বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা দলসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা শহীদ জিয়াউর রহমানের জীবনাদর্শ, স্বাধীনতা যুদ্ধে তাঁর অবদান ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তাঁর নিরলস সংগ্রামের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। আলোচনা শেষে শহীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এদিকে, দিনটিকে যথাযথ মর্যাদায় পালন করতে শৈলকুপা উপজেলার বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে বিএনপির উদ্যোগে সপ্তাহব্যাপী দোয়া মাহফিল ও নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। দলীয় সূত্রে জানা যায়, এসব কর্মসূচিতে অংশগ্রহণ করতে উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ কয়েকটি ইউনিটে বিভক্ত হয়ে পর্যায়ক্রমে উপস্থিত থাকবেন।

আরো পড়ুন
IMG-20250911-WA0035
আরো পড়ুন
IMG-20250910-WA0014
আরো পড়ুন
IMG_5635
আরো পড়ুন
ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন ও দুর্নীতি-চাঁদাবাজি
আরো পড়ুন
IMG-20250904-WA0013
আরো পড়ুন
কালীগঞ্জে বৃষ্টি উপেক্ষা করে বর্ণাঢ্য র‌্যালি ও শোভাযাত্রার মাধ্যমে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
আরো পড়ুন
Scroll to Top