শৈলকুপায় গভীর রাতে ডাকাতি চেষ্টা, অস্ত্রসহ এক ডাকাত আটক – আহত গৃহস্থ হাসপাতালে

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি 

শৈলকুপায় গভীর রাতে ডাকাতি চেষ্টা, অস্ত্রসহ এক ডাকাত আটক – আহত গৃহস্থ হাসপাতালে। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দিগনগর গ্রামের বড়বাড়িতে গভীর রাতে ডাকাতির চেষ্টাকালে উজ্জ্বল হোসেন নামে এক ডাকাতকে ধারালো অস্ত্রসহ আটক করেছে গ্রামবাসী।

জানা যায়, মঙ্গলবার গভীর রাতে ডাকাতির উদ্দেশ্যে বাড়িতে প্রবেশ করে উজ্জ্বল হোসেন। বিষয়টি টের পেয়ে বাড়ির মালিক সজীব হোসেন বাধা দিলে ডাকাত তার ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে সজীব গুরুতর আহত হন। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে ডাকাতকে আটক করে গণপিটুনি দেয়।

পরে তমালতলা পুলিশ ক্যাম্পের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উজ্জ্বল হোসেনকে উদ্ধার করে শৈলকুপা থানায় হস্তান্তর করে। আহত সজীব হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে।

আরো পড়ুন
IMG-20250829-WA0073
আরো পড়ুন
IMG-20250827-WA0033
আরো পড়ুন
IMG_20250828_073232_(300_x_300_pixel)
আরো পড়ুন
Copy of Public_20250825_201535_0000
আরো পড়ুন
ঢাকায় ঝিনাইদহ যুবলীগ ও আ.লীগ নেতাকে গ্রেপ্তার
আরো পড়ুন
IMG-20250823-WA0026
আরো পড়ুন
Scroll to Top