শৈলকুপায় ইউসাসের নতুন কমিটি

শৈলকুপায় ইউসাসের নতুন কমিটি: সভাপতি বাবর, সম্পাদক আশিক

ঝিনাইদহ প্রতিনিধি

শৈলকুপায় ইউসাসের নতুন কমিটি: সভাপতি বাবর, সম্পাদক আশিক। বিশ্ববিদ্যালয় পড়ুয়া ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ‘ ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব শৈলকুপা’-(ইউসাস) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (১৭ই জুন) উপজেলার চৌরাস্তা মোড়ের তানিশা ভবনের ৩য় তলা সাকিবুর রহমান একাডেমী মিলনায়তনে আয়োজিত সভায় এ কমিটি ঘোষণা করা হয়।

সংগঠনটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ স্টাডিজ বিভাগের শিক্ষার্থী  ফয়সাল প্রান্ত বাবর ও সাধারণ সম্পাদক হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের শিক্ষার্থী মো. আশিকুর রহমানসহ ৫১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

সদ্য বিলুপ্ত আহ্বায়ক কমিটির সর্বশেষ মিটিংয়ে সর্বসম্মতিক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক মনোনীত করা হয় এবং ৭ দিনের মধ্যে পূর্নাঙ্গ কমিটি করার সিদ্ধান্ত হয়। ঘোষিত কমিটিতে অন্যান্যদের মধ্যে রয়েছেন,  সিনিয়র সহ-সভাপতি মাসুম বিল্লাহ তূর্য, সহ-সভাপতি শেখ নাজমুস সাকিব, রাইসুল ইসলাম, রাকিব হাসান পরশ, সুমাইয়া আক্তার। এছাড়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রয়েছেন রাইসুল ওয়াজেদ, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আছেন মো. সোহান শেখ, অয়ন গাঙ্গুলি রাহুল, অন্তরা বিশ্বাস। সাংগঠনিক সম্পাদক হিসেব শিক্ষার্থী শামসুল আলম মনোনীত হয়েছেন। অন্যদের মধ্যে অর্পন কুমার দাসকে দপ্তর সম্পাদক , অর্থ সম্পাদক এম এ ইব্রাহিম ইবনে কাছেদ, প্রচার সম্পাদক হারুন ইসলাম, তথ্য প্রযুক্তি সম্পাদক সৌরভ কুমার বিশ্বাস, ক্রীড়া সম্পাদক বাধন বিশ্বাস, বৃত্তি বিষয়ক সম্পাদক শেখ আকিবুল,  সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সাদমান বাপ্পী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক দীপ্ত অধিকারী, আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ সাগর, সমাজসেবা বিষয়ক সম্পাদক রাকিব হাসান,  আপ্যায়ন বিষয়ক সম্পাদক খালেদুর রহমান রাহুল, মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক মিশুকুর রহমান, মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. রাশেদুল ইসলাম আশা, শিক্ষা বিষয়ক সম্পাদক সাকিবুর রহমান, পাঠাগার বিষয়ক সম্পাদক শাহরিয়ার আহমেদ নাঈম, ছাত্রী বিষয়ক সম্পাদক মহিমা খান হিসেবে মনোনিত করা হয়েছে।

সংগঠনের কমিটিতে কার্যকরী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন মিলান্ত জোয়ার্দার, মো. মেহেদী হাসান ইমন, মাহফুজুর রহমান, পারভেজ খন্দকার,  কে এম নাজমুস সাফায়েত, মো. বাহারুল ইসলাম,  মো. হাফিজুর রহমান,  আরিফুজ্জামান সীমান্ত,  শ্বাসত সাহা, এস এম শামীম,  শুভ শর্মা,  বি এম তাহসিন, খন্দকার আল ফাহাদ, আল মামুন,  খান মো. আরাফাত রহমান, রিপু হাসান।

কমিটি পরিচিতি সভায় সংগঠনের সভাপতি ফয়সাল প্রান্ত বাবর বলেন, ‘আমাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা আমাদের লক্ষ্য অর্জন করতে পারব।’ অনুষ্ঠিত সভায় সাধারণ সম্পাদক মো. আশিকুর রহমান বলেন, সকল শিক্ষার্থীদের মঙ্গলার্থে কাজ করতে প্রতিজ্ঞাবদ্ধ। সম্মিলিত প্রচেষ্টা ও একাগ্রতা থেকে সংগঠনটি নতুন দিগন্তের দিকে এগিয়ে যাবে।

আরো পড়ুন
IMG-20250829-WA0073
আরো পড়ুন
IMG-20250827-WA0033
আরো পড়ুন
IMG_20250828_073232_(300_x_300_pixel)
আরো পড়ুন
Copy of Public_20250825_201535_0000
আরো পড়ুন
ঢাকায় ঝিনাইদহ যুবলীগ ও আ.লীগ নেতাকে গ্রেপ্তার
আরো পড়ুন
IMG-20250823-WA0026
আরো পড়ুন
Scroll to Top