শৈলকুপা, মনোহরপুর ইউনিয়ন বিএনপি,

শৈলকুপায় যুবদল নেতার আশ্রয়ে আ.লীগ নেতা: মনোহরপুর ইউনিয়ন বিএনপির বিক্ষোভ

শৈলকুপা প্রতিনিধি

শৈলকুপায় যুবদল নেতার আশ্রয়ে আ.লীগ নেতা: মনোহরপুর ইউনিয়ন বিএনপির বিক্ষোভ। ঝিনাইদহের শৈলকূপায় আওয়ামী লীগ নেতা ও হত্যা মামলার আসামি বকুল মোল্লাকে বিএনপিতে যোগদান করানোর প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন দলটির নেতাকর্মীরা।

মানববন্ধন শেষে বকুল মোল্লার গ্রেফতার ও আশ্রয়দাতা জেলা যুবদলের সদস্য জাহিদ চৌধুরীর বহিষ্কার দাবিতে বিক্ষোভ করেন তারা। এ সময় বিক্ষোভ স্লোগানে উত্তাল হয়ে ওঠে শৈলকূপা শহর।

সোমবার (১২ মে) বিকেলে শৈলকূপা শহরের চার রাস্তার মোড়ে এই মানববন্ধন ও বিক্ষোভ করা হয়। উপজেলার মনোহরপুর ইউনিয়নের বিএনপির তৃণমূল নেতাকর্মীরা বিভিন্ন ব্যানার ফেস্টুন ও প্লাকার্ড নিয়ে মানববন্ধন ও বিক্ষোভে অংশগ্রহণ করেন।

মানববন্ধন শেষে এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন: মনোহরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম কাওছার, বিএনপি নেতা সিরাজুল ইসলাম, ইসরাইল হোসেন, শফিউদ্দীন, আব্দুল কাদের মোল্লা, সেচ্ছাসেবক দলের আব্দুল হাকিম জিল্লু ও কৃষকদল নেতা মাজেদুর রহমান পান্না।

প্রতিবাদ সভায় বিএনপি নেতাদের অভিযোগ, দামুকদিয়া গ্রামের লুৎফর রহমান মোল্লার ছেলে বকুল মোল্লা চিহ্নিত সন্ত্রাসী ও ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর। তার নেতৃত্বে বিএনপি সভাপতিকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়। হাসিনার ফ্যাসিবাদি শাসনের ১৬ বছরে বকুল মোল্লা ছিল বেপরোয়া। বিএনপি ও অঙ্গসংগঠনের একাধিক নেতাকে তিনি কুপিয়ে ও পিটিয়ে আহত করেন। বহু বিএনপি কর্মীর বাড়িতে ভাঙচুর ও লুটপাট করেছেন। তারপরও তিনি প্রকাশ্যে চলাফেরা করলেও ফ্যাসিস্ট এই নেতাকে পুলিশ ধরছে না।

বিএনপি ক্ষমতায় আসলে ভাঙবেন প্রতিজ্ঞা: ১১ বছর ধরে ভাত না খাওয়ায় অসুস্থ মহেশপুরের নিজাম

উল্লেখ্য, ২০২১ সালের ২৫ জুলাই রাতে রাশিদুল ইসলাম ওরফে উকিল মৃধা নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়। ওই ঘটনায় হত্যা মামলায় বকুল মোল্লা ২নং এজাহারভুক্ত আসামি। এ ছাড়া তার নামে শৈলকূপা থানায় একাধিক মামলাও রয়েছে।

কালীগঞ্জে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ

আরো পড়ুন
Oplus_0
আরো পড়ুন
IMG-20250901-WA0068
আরো পড়ুন
FB_IMG_1756717902020
আরো পড়ুন
Oplus_0
আরো পড়ুন
image-230031-1756710545
আরো পড়ুন
প্রবাসী রুবেলের অকাল মৃত্যুতে শোকের ছায়া পরিবারে
আরো পড়ুন
Scroll to Top