ওয়ালিউল্লাহ, স্টাফ রিপোর্টার:
শৈলকুপায় জামায়াতে ইসলামীর ইউনিয়ন নির্বাচনী কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত। ঝিনাইদহের শৈলকুপায় জামায়াতে ইসলামীর ইউনিয়ন নির্বাচনী কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত। শনিবার সকাল ১০.৩০ মিনিটে প্রাথমিক শিক্ষক মিলনায়তনে, নির্বাচন প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত হয়।
শৈলকুপা আসনের পরিচালক ও জামায়াতের জেলা শূরা ও কর্ম পরিষদ সদস্য মুহাদ্দিস রবিউল ইসলামের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শৈলকুপা আসনের সংসদ সদস্য প্রার্থী ও শৈলকুপা জামায়াতের আমির অধ্যাপক এ এস এম মতিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের নায়েবে আমির, অধ্যাপক আব্দুল আলিম। জামায়াতের জেলা শিক্ষা বিভাগের দায়িত্বশীল অধ্যাপক আলফাজ উদ্দিন। এছাড়াও বিভিন্ন ইউনিয়নের নির্বাচন কমিটির সদস্যবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন শৈলকুপা উপজেলা জামায়াতের সেক্রেটারি মোয়াজ্জেম হোসেন