রাস্তার কারণে বিয়ে ভাঙে, অবশেষে রাবিস ফেলে চলাচলের ব্যবস্থা করল সাগান্না জামায়াত

রাস্তার কারণে বিয়ে ভাঙে, অবশেষে রাবিস ফেলে চলাচলের ব্যবস্থা করল সাগান্না জামায়াত

সাইফুল ইসলাম ঝিনাইদহ –

রাস্তার কারণে বিয়ে ভাঙে, অবশেষে রাবিস ফেলে চলাচলের ব্যবস্থা করল সাগান্না জামায়াত। বর্ষা এলেই যেন বিচ্ছিন্ন দ্বীপে পরিণত হয় ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না ইউনিয়নের বকসিপুর গ্রাম।

রাস্তাটিতে কাঁদা, গর্ত আর জলাবদ্ধতায় এমন দুর্ভোগ তৈরি হয় যে, অনেক সময় এই গ্রামের মেয়েদের বিয়ের প্রস্তাবও ফিরিয়ে দেয় অন্য এলাকার পরিবারগুলো।

এই দুর্ভোগ লাঘবে শনিবার (৯ আগস্ট) সকালে কয়েক ট্রাক্ট্রর রাবিস ফেলে সাময়িক চলাচলের ব্যবস্থা করে দেয় ৩নং সাগান্না ইউনিয়ন জামায়াত।

স্থানীয় বাসিন্দা আঃ খালেক লস্করের কণ্ঠে ক্ষোভ, আষাঢ়-ভাদ্র মাসে এই রাস্তার অবস্থা দেখে কেউ আমাদের এলাকায় আত্মীয়তা করতে চায় না। আত্মীয়ের বাড়ি যেতে হলে নতুন পোশাক ব্যাগে ভরে নিয়ে গিয়ে গন্তব্যে পৌঁছে পরে নিতে হয়।

একই গ্রামের কৃষক মানোয়ার, করিম ও হাফিজুর জানান, বাজারে কৃষিপণ্য নিতে গেলে ভ্যান ভেঙে যায়, না হয় পণ্য পড়ে যায়। ছেলে-মেয়েরাও স্কুলে যেতে পারে না।

এ বিষয়ে সাগান্না ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা ইকরামুল হক বলেন,জনগণের কষ্ট লাঘবে কয়েক গাড়ি রাবিস ফেলে সাময়িকভাবে সংস্কারের চেষ্টা করেছি। তবে সরকারের পক্ষ থেকে স্থায়ীভাবে রাস্তাটি দ্রুত মেরামতের দাবি জানাচ্ছি।

এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের নেতা ইউনূস আলী, একরামুল কবির, ফিরোজ আলমসহ বকসিপুর গ্রামের স্থানীয় নেতৃবৃন্দ।

আরো পড়ুন
প্রবাসী রুবেলের অকাল মৃত্যুতে শোকের ছায়া পরিবারে
আরো পড়ুন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র এখন ঝিনাইদহে
আরো পড়ুন
মহেশপুরে অধ্যাপক মতিয়ার রহমান টুর্নামেন্টের ফাইনালে পৌরসভা একাদশের জয়
আরো পড়ুন
সরকারি মাহ্তাব উদ্দিন কলেজ সংস্কারে ছাত্রশিবিরের ৩০ দফা প্রস্তাবনা
আরো পড়ুন
IMG_20250828_073232_(300_x_300_pixel)
আরো পড়ুন
সরকারি ফ্ল্যাট-গাড়ি
আরো পড়ুন
Scroll to Top