মহেশপুরে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

সাইফুল ইসলাম ঝিনাইদহ সংবাদদাতা –

মহেশপুরে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু। ঝিনাইদহের মহেশপুরে আছিয়া খাতুন(১২) ও সাফিয়া খাতুন(৮) নামে দুই চাচাতো বোন পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে।

আজ বুধবার সকালে উপজেলার নেপা ইউনিয়নে এঘটনা ঘটে। নিহত শিশু আছিয়া উপজেলার খোশালপুর পশ্চিমপাড়া গ্রামের শবিদুল ইসলামে মেয়ে ও ওই গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনির ছাত্রী এবং নিহত শিশু সাফিয়া খায়রুল ইমলামের মেয়ে ও ৩য় শ্রেনির ছাত্রী। দুই স্কুল ছাত্রীর মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নেপা ইউনিয়নে ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য এনামুল হক জানান,সকাল সাড়ে ৮টার দিকে দুই বোন স্কুলে যাওয়ার জন্য বাড়ির পাশে নতুন খননকৃত সাবেক ইউপি সদস্য রেজাউলের পুকুরে গোসল করতে যায়।

সে সময় দুইজনে পুকুরের পানিতে নেমে তলিয়ে যায়। ওই সময় দুইজন বাঁচার জন্য একে অপরকে জড়িয়ে ধরে মারা যায়। পরে পরিবারের লোকজন টের পেয়ে পুকুর থেকে তাদের মৃতদেহ উদ্ধার করে। এতথ্য নিশ্চিত করেন মহেশপুর থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম।

আরো পড়ুন
শৈলকুপার ডাউটিয়া বাজারে জামায়াত-বিএনপির পাল্টাপাল্টি সমাবেশে উত্তেজনা, এলাকায় থমথমে পরিস্থিতি
আরো পড়ুন
Oplus_131072
আরো পড়ুন
IMG-20251010-WA0010
আরো পড়ুন
জামায়াতের আয়োজনে কালীগঞ্জের কোলা ইউনিয়নে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
আরো পড়ুন
Picsart_25-09-21_19-04-44-013
আরো পড়ুন
ঝিনাইদহ জেলা জামায়াতের সুধী সমাবেশ
আরো পড়ুন
Scroll to Top