ঝিনাইদহের ১১জন বাগেরহাটে অস্ত্রসহ শ্রী ঘরে

স্টাফ রিপোর্টার-

ঝিনাইদহের ১১জন বাগেরহাটে অস্ত্রসহ শ্রী ঘরে। বাগেরহাটের মোল্লাহাটে যৌথ অভিযানে ৪টি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলি এবং দেশীয় অস্ত্রসহ ঝিনাইদহের ১১ জন সশস্ত্র সন্ত্রাসীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), সাইবার ক্রাইম টিম ও মোল্লাহাট থানা পুলিশ।

২৬ জুন বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-খুলনা মহাসড়কের মোল্লাহাট টোল প্লাজার সামনে অভিযান চালিয়ে একটি মাইক্রোবাস থামিয়ে তল্লাশি করা হয়। অভিযানে চারটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন, ১০ রাউন্ড গুলি, একটি সেভেন গিয়ার চাকু, একটি ক্ষুর ও একটি দা উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক ধারণা, আটককৃতরা বড় ধরনের অপরাধ সংগঠনের উদ্দেশ্যে ঝিনাইদহ থেকে বাগেরহাটে যাচ্ছিল। মাইক্রোবাসটি মহেশপুর থানা এলাকা থেকে রওনা হয়েছিল।

আটককৃতদের মধ্যে ছয়জনের বাড়ি ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর ইউনিয়নে, চারজন হরিণাকুন্ডু উপজেলার বিভিন্ন এলাকায় এবং একজনের বাড়ি ঝিনাইদহ সদর উপজেলায়।

বাগেরহাট জেলা পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ গণমাধ্যমকে জানান, অস্ত্রসহ গ্রেফতার হওয়া এসব সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং অস্ত্র আইনে মামলা রুজুর প্রস্তুতি চলছে।

আরো পড়ুন
IMG-20250829-WA0073
আরো পড়ুন
IMG-20250827-WA0033
আরো পড়ুন
IMG_20250828_073232_(300_x_300_pixel)
আরো পড়ুন
Copy of Public_20250825_201535_0000
আরো পড়ুন
ঢাকায় ঝিনাইদহ যুবলীগ ও আ.লীগ নেতাকে গ্রেপ্তার
আরো পড়ুন
IMG-20250823-WA0026
আরো পড়ুন
Scroll to Top