শৈলকুপায় প্রবাসী ও সেনা সদস্যের বাড়িতে ডাকাতির অভিযোগ

স্টাফ রিপোর্টার:

শৈলকুপায় প্রবাসীর ও সেনা সদস্যের বাড়িতে ডাকাতির অভিযোগ উঠেছে।  ঝিনাইদহের শৈলকুপায় টিপু সুলতান নামের এক প্রাবাসীর বাড়িতে ডাকাতির অভিযোগ উঠেছে।

মঙ্গলবার গভীর রাতে উপজেলার ২নং মির্জাপুর ইউনিয়নের চর গোলকনগর গ্রামে এ ঘটনা। ডাকাত দল ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ৮ ভরি স্বর্ণালংকার, নগদ সাড়ে তিন লাখ টাকা ও ব্যাংকের কাগজপত্র নিয়ে পালিয়ে যায়। টিপু সুলতান চর গোলকনগর গ্রামের মুক্তিযোদ্ধা ্আইনুদ্দিন শেখের ছেলে সিঙ্গাপুর প্রবাসী টিপু সুলতানের স্ত্রী ছুম্মা খাতুন বলেন, মঙ্গলবার গভীর রাতে ঘুম ভাঙ্গলে দেখি তার ঘরে ধারালো অস্ত্র হাতে তিন ব্যক্তি। আমি টেরপেলে সাথে সাথে ডাকাতদল তাকে শ্লীলতাহানীর ভয় দেখায়। এরপর তারা তার গলার চেইন, হাতের বালা সহ আলমারী থেকে ৮ ভরি স্বর্ণলংকার, নগদ সাড়ে তিন লাখ টাকা ও ব্যাংকের কগজপত্র নিয়ে চলে যায়। বাড়ির গেটের তালা কেঁটে ডাকাতদল তার ঘরে প্রবেশ করে বলে জানান ছুম্মা খাতুন।

এ ঘটনায় শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুম খান বলেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রবাসীর স্ত্রী ছুম্মা খাতুন রাতে ঘরের দরজা খোলা রেখে গুমিয়ে পরে। দূর্বৃত্তরা বারান্দার গ্রীল কেঁটে ঘরে প্রবেশ করে চুরির ঘটনা ঘটায়। ভুক্তোভোগীরা জানান এ চক্রটি তাদের ৮ ভরি স্বর্ণালংকার, নগদ কয়েক লাখ টাকা নিয়ে পালিয়ে যায় বলে জানান।

Scroll to Top