ঝিনাইদহে সাংবাদিক প্রশিক্ষণে প্রেস কাউন্সিল চেয়ারম্যান: সাংবাদিকদের বিভাজনই বড় বাধাঁ

ঝিনাইদহে সাংবাদিক প্রশিক্ষণে প্রেস কাউন্সিল চেয়ারম্যান: সাংবাদিকদের বিভাজনই বড় বাধাঁ

সাইফুল ইসলাম, ঝিনাইদহ-

ঝিনাইদহে সাংবাদিক প্রশিক্ষণে প্রেস কাউন্সিল চেয়ারম্যান: সাংবাদিকদের বিভাজনই বড় বাধাঁ। “সাংবাদিকরা যতদিন বিভক্ত থাকবে, ততদিন তাদের অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়”—এ মন্তব্য করেছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম। তিনি বলেন, পেশাজীবীদের মধ্যে কোনো দলীয় বিভাজন থাকা উচিত নয়, অথচ আজ সাংবাদিকদের ভেতরেই বিভক্তি, যা জাতিকে বিভ্রান্ত করছে এবং নিজেদের অধিকার অর্জনে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

শনিবার সকালে ঝিনাইদহ সার্কিট হাউজ মিলনায়তনে আয়োজিত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কর্মশালার বিষয় ছিল—“বস্তুনিষ্ঠ সংবাদে আচরণবিধির গুরুত্ব” ও “অপসাংবাদিকতা পরিহারে প্রেস কাউন্সিল অ্যাক্ট ১৯৭৪ এর প্রয়োগ”।

তিনি আরও বলেন, “মুক্তিযুদ্ধ একটি চেতনার নাম, কিন্তু সেই নামেই দেশে বিভাজন তৈরি করা হয়েছে। দেশ না থাকলে চেতনারও মূল্য নেই।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ আব্দুল আউয়াল। বক্তব্য দেন প্রেস কাউন্সিলের সচিব মোঃ আব্দুস সবুর, পুলিশ সুপার মনজুর মোরশেদ, অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুর রহমান, জেলা তথ্য কর্মকর্তা আব্দুর রউফ, রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ কবীর, প্রেসক্লাব সভাপতি আসিফ কাজল, সম্পাদক আমিনুল ইসলাম লিটনসহ স্থানীয় সিনিয়র সাংবাদিকরা।

কর্মশালা শেষে ৪০ জন সাংবাদিকের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

আরো পড়ুন
প্রবাসী রুবেলের অকাল মৃত্যুতে শোকের ছায়া পরিবারে
আরো পড়ুন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র এখন ঝিনাইদহে
আরো পড়ুন
মহেশপুরে অধ্যাপক মতিয়ার রহমান টুর্নামেন্টের ফাইনালে পৌরসভা একাদশের জয়
আরো পড়ুন
সরকারি মাহ্তাব উদ্দিন কলেজ সংস্কারে ছাত্রশিবিরের ৩০ দফা প্রস্তাবনা
আরো পড়ুন
IMG_20250828_073232_(300_x_300_pixel)
আরো পড়ুন
সরকারি ফ্ল্যাট-গাড়ি
আরো পড়ুন
Scroll to Top