ঝিনাইদহে সাংবাদিক প্রশিক্ষণে প্রেস কাউন্সিল চেয়ারম্যান: সাংবাদিকদের বিভাজনই বড় বাধাঁ

ঝিনাইদহে সাংবাদিক প্রশিক্ষণে প্রেস কাউন্সিল চেয়ারম্যান: সাংবাদিকদের বিভাজনই বড় বাধাঁ

সাইফুল ইসলাম, ঝিনাইদহ-

ঝিনাইদহে সাংবাদিক প্রশিক্ষণে প্রেস কাউন্সিল চেয়ারম্যান: সাংবাদিকদের বিভাজনই বড় বাধাঁ। “সাংবাদিকরা যতদিন বিভক্ত থাকবে, ততদিন তাদের অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়”—এ মন্তব্য করেছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম। তিনি বলেন, পেশাজীবীদের মধ্যে কোনো দলীয় বিভাজন থাকা উচিত নয়, অথচ আজ সাংবাদিকদের ভেতরেই বিভক্তি, যা জাতিকে বিভ্রান্ত করছে এবং নিজেদের অধিকার অর্জনে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

শনিবার সকালে ঝিনাইদহ সার্কিট হাউজ মিলনায়তনে আয়োজিত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কর্মশালার বিষয় ছিল—“বস্তুনিষ্ঠ সংবাদে আচরণবিধির গুরুত্ব” ও “অপসাংবাদিকতা পরিহারে প্রেস কাউন্সিল অ্যাক্ট ১৯৭৪ এর প্রয়োগ”।

তিনি আরও বলেন, “মুক্তিযুদ্ধ একটি চেতনার নাম, কিন্তু সেই নামেই দেশে বিভাজন তৈরি করা হয়েছে। দেশ না থাকলে চেতনারও মূল্য নেই।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ আব্দুল আউয়াল। বক্তব্য দেন প্রেস কাউন্সিলের সচিব মোঃ আব্দুস সবুর, পুলিশ সুপার মনজুর মোরশেদ, অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুর রহমান, জেলা তথ্য কর্মকর্তা আব্দুর রউফ, রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ কবীর, প্রেসক্লাব সভাপতি আসিফ কাজল, সম্পাদক আমিনুল ইসলাম লিটনসহ স্থানীয় সিনিয়র সাংবাদিকরা।

কর্মশালা শেষে ৪০ জন সাংবাদিকের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

আরো পড়ুন
শৈলকুপার ডাউটিয়া বাজারে জামায়াত-বিএনপির পাল্টাপাল্টি সমাবেশে উত্তেজনা, এলাকায় থমথমে পরিস্থিতি
আরো পড়ুন
Oplus_131072
আরো পড়ুন
IMG-20251010-WA0010
আরো পড়ুন
জামায়াতের আয়োজনে কালীগঞ্জের কোলা ইউনিয়নে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
আরো পড়ুন
Picsart_25-09-21_19-04-44-013
আরো পড়ুন
ঝিনাইদহ জেলা জামায়াতের সুধী সমাবেশ
আরো পড়ুন
Scroll to Top