ঈদ-উল-আযহা উপলক্ষে ঝিনাইদহে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

ডেক্স রিপোর্ট:

ঈদ-উল-আযহা উপলক্ষে ঝিনাইদহে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত।

অদ্য ২৮ মে বুধবার ঝিনাইদহ জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে নিরাপত্তা ও সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় ঝিনাইদহ জেলার ব্যাংক কর্মকর্তা, পশুহাটের ইজারাদার ও চামড়া ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ মনজুর মোরশেদ বিপিএম-সেবা, পুলিশ সুপার, ঝিনাইদহ।

সভায় পুলিশ সুপার মহোদয় ঈদ-উল-আযহা উপলক্ষে জেলার পশুরহাটসমূহে নিরাপত্তা, ট্রাফিক ব্যবস্থাপনা, জাল নোট প্রতিরোধ, পশু পরিবহন এবং চামড়া সংরক্ষণ ইত্যাদি বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, “জেলার কোথাও যেন কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে, সে ব্যাপারে পুলিশ সর্বোচ্চ সতর্ক থাকবে।”

এছাড়াও, ঈদের সময় যেকোনো ধরনের সমস্যা বা জরুরি প্রয়োজনে জেলা পুলিশের পাশে থাকার আশ্বাস দেন তিনি।

সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সকল থানার অফিসার ইনচার্জগণ ও সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন
IMG-20251129-WA0017
আরো পড়ুন
মোবারকগঞ্জ সুগার মিলের শ্রমিকদরে গেট মিটিং অনুষ্ঠিত
আরো পড়ুন
কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
আরো পড়ুন
FB_IMG_1764336184308
আরো পড়ুন
Oplus_131072
আরো পড়ুন
কালীগঞ্জ উপজেলা ভূমি অফিসের জানালা ভেঙে ৩ লাখ টাকা চুরি
আরো পড়ুন
Scroll to Top