ঝিনাইদহে শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা শাখার উদ্যোগে "শ্রমিক - মালিক এক হয়ে, গড়বো এদেশ নতুন করে" এ প্রতিপাদ্যকে সামনে রেখে ১ মে দিবস পালিত হয়েছে।

ঝিনাইদহে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে মে দিবস পালিত

সাইফুল ইসলাম

ঝিনাইদহে শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা শাখার উদ্যোগে “শ্রমিক – মালিক এক হয়ে, গড়বো এদেশ নতুন করে” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ১ মে দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৯ টায় ঝিনাইদহ পুরাতন ডিসি কোর্ট থেকে শুরু করে শহরের  গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পায়রা চত্বরে এসে সংক্ষিপ্ত আলোচনাসভায় মিলিত হয় তারা।

শ্রমিক কল্যাণ ফেডারশনের জেলা শাখার সভাপতি হারুনউর রশিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঝিনাইদহ জেলা আমীর ও ঝিনাইদহ-২ আসনের এমপি পদপ্রার্থী অধ্যাপক আলী আজম মোঃ আবুবকর, জেলা নায়েবে আমীর পৌর মেয়র পদপ্রার্থী আব্দুল আলীম, শ্রমিক কল্যাণফেডারেশনের সাবেক জেলা সভাপতি ও গান্না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ড.মনোয়ার হোসেন প্রমুখ।

প্রধান অতিথি অধ্যাপক আলী আজম মোঃ আব্দুল বলেন, ১৮৮৬ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে হে মার্কেটের শ্রমিকরা ৮ ঘন্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন। এরপর থেকে শ্রমিকদের দৈনিক কাজের সময় নেমে আসে ৮ ঘন্টায়। তখন থেকেই সারা বিশ্বে ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস যেটি “মে দিবস” হিসেবে পালন করা হচ্ছে।

তিনি আরও বলেন, বাংলাদেশে এবার ভিন্ন প্রেক্ষাপটে মহান মে দিবস পালন করা হচ্ছে। শ্রমিক-মালিক সুসম্পর্কের মাধ্যমে দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে মে দিবসের গুরুত্ব অপরিসীম উল্লেখ করেন।

Scroll to Top