ঝিনাইদহে রেললাইন স্থাপনের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি

ঝিনাইদহে রেললাইন স্থাপনের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি

শহর প্রতিবেদক, ঝিনাইদহ

ঝিনাইদহে রেললাইন স্থাপনের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি। ঝিনাইদহ শহরে রেললাইন স্থাপনের দাবিতে মানববন্ধন করেছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। আজ সোমবার সকালে ঝিনাইদহ শহরে রেললাইন স্থাপনের দাবিতে মানববন্ধন করেছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

ঝিনাইদহ শহরে রেললাইন স্থাপনের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি হয়েছে। আজ সোমবার সকালে শহরের পায়রা চত্বরে এই কর্মসূচির আয়োজন করে রেলপথ বাস্তবায়ন পরিষদ। ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে মানববন্ধনে অংশ নেন সংগঠনের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

মানববন্ধনে বক্তব্য দেন রেলপথ বাস্তবায়ন পরিষদের সভাপতি মো. আবদুল্লাহ, সাধারণ সম্পাদক আরিয়া ইয়াসমিন, সহসভাপতি হোসেন ইমাম, যুগ্ম সাধারণ সম্পাদক ইফাজ তানভীর, সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান, দপ্তর সম্পাদক আশিকুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক তারেক মাহমুদ, কোষাধ্যক্ষ জাহিদুল ইসলাম, সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল কালাম আজাদ, কার্যনির্বাহী সদস্য মাহবুব মল্লিক, সাংস্কৃতিক কর্মী শাহিনূর রহমান।

বক্তারা বলেন, যশোর, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গায় রেললাইন থাকলেও এখনো ঝিনাইদহ শহর রেলসংযোগ থেকে বঞ্চিত। তাঁরা মাগুরা থেকে ঝিনাইদহ শহর হয়ে কুষ্টিয়া বা চুয়াডাঙ্গা পর্যন্ত রেললাইন সম্প্রসারণের দাবি জানান। তাঁদের মতে, এই রেলপথ বাস্তবায়িত হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এই অঞ্চলে যোগাযোগ ও অর্থনৈতিক উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে।

আরো পড়ুন
শৈলকুপার ডাউটিয়া বাজারে জামায়াত-বিএনপির পাল্টাপাল্টি সমাবেশে উত্তেজনা, এলাকায় থমথমে পরিস্থিতি
আরো পড়ুন
Oplus_131072
আরো পড়ুন
IMG-20251010-WA0010
আরো পড়ুন
জামায়াতের আয়োজনে কালীগঞ্জের কোলা ইউনিয়নে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
আরো পড়ুন
Picsart_25-09-21_19-04-44-013
আরো পড়ুন
ঝিনাইদহ জেলা জামায়াতের সুধী সমাবেশ
আরো পড়ুন
Scroll to Top