শাহীন আলম, ঝিনাইদহ-
ঝিনাইদহে পরিবহন শ্রমিক ফেডারেশনের শ্রমিক সভা অনুষ্ঠিত। ঝিনাইদহে পরিবহন শ্রমিকদের নিয়ে বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন (বি-২২২৩) জেলা শাখার উদ্যোগে শ্রমিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ আগস্ট) জেলা ফেডারেশনের সভাপতি সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও যশোর-কুষ্টিয়া আঞ্চলিক পরিচালক মো. আক্তারুজ্জামান।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সুরা সদস্য, জেলা আমীর ও ঝিনাইদহ সদর-২ আসনের এমপি প্রার্থী অধ্যাপক আলী আযম মো. আবু বকর। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক ফেডারেশন ঝিনাইদহ জেলার সভাপতি মো. হারুন উর-রশিদ, জেলা বাইতুল মাল সম্পাদক মো. তরিকুল ইসলাম টিপুসহ অনেকে।
সভায় বক্তারা শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। প্রধান বক্তা আলী আযম বলেন, “শ্রমিকদের প্রকৃত অধিকার শুধু ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার মাধ্যমেই নিশ্চিত করা সম্ভব।” বিশেষ অতিথি হারুন উর-রশিদ মেয়াদোত্তীর্ণ কমিটি দিয়ে শ্রমিকদের অধিকার আদায় সম্ভব নয় উল্লেখ করে দ্রুত নির্বাচনের দাবি জানান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা ফেডারেশনের সেক্রেটারি মো. জনি শেখ।