ঝিনাইদহে জামায়াতের গণমিছিল অনুষ্ঠিত

ঝিনাইদহে জামায়াতের গণমিছিল
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের চেতনায় অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান: জেলা আমীর

সাইফুল ইসলাম, ঝিনাইদহ-

ঝিনাইদহে জামায়াতের গণমিছিল অনুষ্ঠিত। এসময় জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের চেতনায় অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন জেলা আমীর আলী আজম মো. আবুবক্কর। ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ঝিনাইদহে অনুষ্ঠিত হয়েছে এক বিশাল গণমিছিল। মঙ্গলবার বিকেলে পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে পায়রা চত্বরে এসে শেষ হয়।

গণমিছিলে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর ঝিনাইদহ জেলা আমীর এবং ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আলী আজম মো. আবুবকর।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আবুবকর বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান ছিল স্বৈরাচার, বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে দেশের সাধারণ মানুষের একটি সাহসী জাগরণ। সেই ঐতিহাসিক চেতনা আজও আমাদের অনুপ্রাণিত করে। ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার নিশ্চিত করাই আমাদের রাজনৈতিক সংগ্রামের মূল লক্ষ্য।

গণমিছিলে আরও উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা জামায়াতের নায়েবে আমীর ও পৌরসভা মেয়র পদপ্রার্থী আব্দুল আলীম, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝিনাইদহ জেলা শাখার সভাপতি এইচ এম মমতাজুল করিম,জেলা সেক্রেটারি শিহাব উদ্দিন, জেলা সহকারী সেক্রেটারি কাজী ছাগীর আহম্মেদ, সদর উপজেলা আমীর ড. হাবিবুর রহমান, শহর আমীর অ্যাডভোকেট ইসমাইল হোসেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি হারুন উর রশিদ,ডাক্তার আকবার হোসাইন উপজেলা জামায়াতের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, দেশের স্বাধীনতা, ন্যায়বিচার ও জনস্বার্থকে রক্ষায় জামায়াত সবসময় জনগণের পাশে ছিল এবং থাকবে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জামায়াতের জেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুল আওয়াল।

আরো পড়ুন
IMG-20250829-WA0073
আরো পড়ুন
IMG-20250827-WA0033
আরো পড়ুন
IMG_20250828_073232_(300_x_300_pixel)
আরো পড়ুন
Copy of Public_20250825_201535_0000
আরো পড়ুন
ঢাকায় ঝিনাইদহ যুবলীগ ও আ.লীগ নেতাকে গ্রেপ্তার
আরো পড়ুন
IMG-20250823-WA0026
আরো পড়ুন
Scroll to Top