কালীগঞ্জ, প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কাবিলপুর গ্রামে দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধের জেরে এক দম্পতির ওপর হামলার অভিযোগ উঠেছে। বসতবাড়ির আঙিনায় পচা খাবার ও ময়লা ফেলা নিয়ে বিরোধের সূত্র ধরে এই হামলা ঘটে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী মরিয়ম বেগম।
তিনি জানান, প্রতিবেশী আত্তাব হোসেন ও তার পরিবারের সঙ্গে তাদের জমিজমা নিয়ে পূর্ব বিরোধ চলছিল। ওই বিরোধের জেরেই অভিযুক্তরা তাদের বাড়ি থেকে উচ্ছেদের পরিকল্পনায় নানাভাবে হয়রানি করছিল। প্রায়ই বসতবাড়ির পাশে ফেলা হচ্ছিল মল-মূত্র, মরা মুরগি ও পচা খাবার। গত ১৪ মে রাত ৯টার দিকে ফের আবর্জনা ফেলার ঘটনায় তার স্বামী মানিক বিশ্বাস প্রতিবাদ করলে অভিযুক্তরা দেশীয় অস্ত্রসহ চায়ের দোকানে গিয়ে তার ওপর হামলা চালায়। ধারালো দা দিয়ে গলায় কোপ, লোহার রড ও লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয় তাকে।
স্বামীকে বাঁচাতে গিয়েও হামলার শিকার হন মরিয়ম বেগম। স্থানীয়রা ছুটে এলে হামলাকারীরা হুমকি দিয়ে পালিয়ে যায়। আহত দম্পতিকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার পরদিন থানায় লিখিত অভিযোগ করা হয়। এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল ইসলাম হাওলাদার জানান, “অভিযোগ পেয়েছি, তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”