বিএনপি ক্ষমতায় আসলে ভাঙবেন প্রতিজ্ঞা: ১১ বছর ধরে ভাত না খাওয়ায় অসুস্থ মহেশপুরের নিজাম

ডেস্ক রিপোর্ট

বিএনপি ক্ষমতায় আসলে ভাঙবেন প্রতিজ্ঞা, ১১ বছর ধরে ভাত না খাওয়ায় অসুস্থ হয়ে পড়েছেন ঝিনাইদহ জেলার মহেশপুরের নিজাম।

বিএনপির এই কর্মীর অসুস্থতার খবর জেনে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি প্রতিনিধি দলকে তার সার্বিক খোঁজ-খবর নেয়ার নির্দেশ দিয়েছেন।

বিএনপি রাষ্ট্র ক্ষমতায় না আসা পর্যন্ত ভাত খাবেন না বলে প্রতিজ্ঞা করেছেন নিজাম উদ্দিন নামের একজন। মঙ্গলবার (২৯ এপ্রিল) বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়।

বর্তমানে নিজাম উদ্দিন ফরিদপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। দীর্ঘদিন না খেয়ে থাকা আর নিয়মিত ধূমপান করায় শারীরিক অবস্থা ভালো নেই তার।

ডাক্তাররা সন্দেহ করেছেন, তার মধ্যে ক্যান্সারের লক্ষণ রয়েছে। সেজন্য কিছু টেস্ট করাতে দেয়া হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, আগামী ৭ দিন পর মেডিকেল টেস্ট রিপোর্ট দেখে তার শারীরিক অবস্থা কেমন আছে তা জানা যাবে।

এদিকে বিএনপির এই কর্মীর অসুস্থতার খবর জেনে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি প্রতিনিধি দলকে নিজাম উদ্দিনের সার্বিক খোঁজ-খবর নেয়ার নির্দেশ দিয়েছেন। বুধবার (৩০ এপ্রিল) বেলা ১২টায় নিজাম উদ্দিনের শারিরীক অবস্থার খোঁজ-খবর নিতে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ফরিদপুরে যাবে।

উল্লেখ্য, ২০১৪ সালে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে রান্না করা খাবার মাটিতে ফেলে নষ্ট করে দিয়েছিল স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। তাই রাগ করে এক দুই দিন না, টানা এগারো বছরের বেশি সময় ধরে ভাত খান না নিজাম উদ্দিন। দীর্ঘদিন পণ করে থাকা নিজাম উদ্দিনের গ্রামের বাড়ি ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া গ্রামে।

আরো পড়ুন
৪৪ বছর পর আবারও চাকসুতে শিবিরের নেতৃত্ব — ভিপি-জিএসসহ ২৪ পদে ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’-এর জয়
আরো পড়ুন
শৈলকুপার ডাউটিয়া বাজারে জামায়াত-বিএনপির পাল্টাপাল্টি সমাবেশে উত্তেজনা, এলাকায় থমথমে পরিস্থিতি
আরো পড়ুন
IMG-20251012-WA0011
আরো পড়ুন
Oplus_131072
আরো পড়ুন
IMG-20251010-WA0010
আরো পড়ুন
জামায়াতের আয়োজনে কালীগঞ্জের কোলা ইউনিয়নে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
আরো পড়ুন
Scroll to Top