কোলা ইউনিয়নের জামায়াতের আঞ্চলিক কার্যালয় উদ্বোধন

কোলা ইউনিয়নের জামায়াতের আঞ্চলিক কার্যালয় উদ্বোধন

স্টাফ রির্পোটার

কোলা ইউনিয়নের জামায়াতের আঞ্চলিক কার্যালয় উদ্বোধন করা হয়েছে। ঝিনাইদহের কালীগঞ্জের ইউনিয়নটির দামোদরপুর গ্রামে সংগঠনটির আঞ্চলিক কার্যালয় উদ্বোধন করা হয়েছে।

শনিবার বিকালে প্রধান অতিথি ঝিনাইদহ-৪ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাও. আবু তালিব কার্যালয়ের উদ্বোধন করেন। এ সময় ইউনিয়ন আমীর ডাক্তার মোক্তার হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি তার বক্তব্য বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সব সময় মেহনতী মানুষের জন্য কাজ করে যাচ্ছে। আজ কোলা জামায়াতে ইসলামী কৃষকের তৃঞ্চা নিবারনের জন্য মাঠে দুইটি টিউবয়েল স্থাপন করে দিয়েছে এজন্য আমি কোলা জামায়াত নেতৃবন্দকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা জামায়াতের প্রশিক্ষণ সম্পাদক মাও. ওলিউর রহমান। অন্যদের মধ্যে বক্তৃতা করেন ঝিনাইদহ জেলা শিবিরের সাবেক সভাপতি মনিরুজ্জামান মিঠু, আবু জাফর প্রমূখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কালীগঞ্জ উপজেলা জামায়াতের শুরা সদস্য আব্দুল জলিল

Scroll to Top