জাহাঙ্গীর আলম, কোটচাঁদপুর
কোটচাঁদপুর ইউএনও’র দুর্নীতির প্রতিবাদে ছাত্রদের বিক্ষোভ ও মানববন্ধন। ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী আনিসুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা।
রবিবার দুপুরে কোটচাঁদপুর কলেজ বাসস্ট্যান্ডে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর আগে সকাল থেকেই আন্দোলনকারী শিক্ষার্থীরা কোটচাঁদপুর মেইন বাসস্ট্যান্ডে জড়ো হয়ে মিছিলের মাধ্যমে কলেজ বাসস্ট্যান্ডে এসে কর্মসূচি শুরু করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঝিনাইদহ জেলার যুগ্ম সাধারণ সম্পাদক অভিক, কোটচাঁদপুর উপজেলা শাখার সদস্যসচিব ফায়েজ আহম্মেদ অনিক এবং মহেশপুর উপজেলার আহ্বায়ক হামিদুর রহমান রানা।
বক্তারা অভিযোগ করেন, ইউএনও কাজী আনিসুল ইসলাম বিভিন্ন অনিয়ম ও দুর্নীতিতে জড়িত। তাঁর প্রশাসনিক অবহেলার কারণে কোটচাঁদপুর সাবরেজিস্ট্রি অফিস, ভূমি অফিসসহ সরকারি নানা দপ্তরে দুর্নীতি চরমে পৌঁছেছে। তাঁরা এসবের সুষ্ঠু তদন্ত ও যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
বক্তারা আরও হুঁশিয়ারি দেন, দ্রুত পদক্ষেপ না নেওয়া হলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সচেতন নাগরিক সমাজ একত্রিত হয়ে দুর্নীতির বিরুদ্ধে কঠোর কর্মসূচি ঘোষণা করবে।
ইউএনও’র প্রতিক্রিয়া জানতে ফোন করা হলেও তিনি সাড়া দেননি।
এ বিষয়ে জেলা প্রশাসক আবদুল আওয়াল জানান, “ঘটনার বিষয়ে অবগত আছি। সুনির্দিষ্ট অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।