কোটচাঁদপুর প্রতিনিধি:
ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলায় পারিবারিক জমি নিয়ে বিরোধের জেরে এক জামায়াত কর্মীকে হাতুড়ি ও কাঠের বাটাম দিয়ে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের এক কর্মীর বিরুদ্ধে।
কাশীপুর গ্রামের বাসিন্দা মশিয়ার রহমান (৪৫), পেশায় কৃষক, শুক্রবার দুপুরে জমি নিয়ে আলোচনার সময় প্রতিপক্ষের দ্বারা নির্মমভাবে হামলার শিকার হন বলে অভিযোগ পাওয়া গেছে।
অভিযুক্ত হামলাকারী একই গ্রামের জুয়েল, যিনি অভিযোগ অনুযায়ী আওয়ামী লীগের সক্রিয় কর্মী এবং যার বিরুদ্ধে পূর্বে একাধিক সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, মশিয়ার রহমান তার পারিবারিক জমি সংক্রান্ত বিষয়ে আলোচনা করতে গেলে অভিযুক্ত জুয়েল অযৌক্তিক ও অপমানজনক পরামর্শ প্রদান করেন।
ইতিপূর্বেও অভিযুক্ত জুয়েল মশিয়ারের শারীরিক প্রতিবন্ধী মেজ ভাই আতিয়ার রহমানের স্ত্রীরকে অশালীন প্রস্তাব দেন বলে অভিযোগ রয়েছে। ওইদিন বিকাল আনুমানিক ৪টা ৩০ মিনিটে বাজার করার উদ্দেশ্যে বের হলে মশিয়ার পৌর কলেজ সংলগ্ন স্থানে পৌঁছতেই অভিযুক্ত জুয়েল তার উপর অতর্কিতভাবে হামলা চালায়। হাতে থাকা হাতুড়ি ও কাঠের বাটাম দিয়ে বারবার আঘাত করে তাকে মারাত্মক জখম করে। এ সময় জুয়েল তাকে খুনের হুমকিও দেন বলে প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেন। পরে স্থানীয় জাহিদ ও মিঠু আহত মশিয়ারকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এই ঘটনায় ভুক্তভোগী কোটচাঁদপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন মাতুব্বর জানিয়েছেন, “ঘটনার অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”