কুরআন হাদিসকে শতভাগ অনুসরণের জন্য সীরাতুল মুস্তাকিম পরিষদের আত্মপ্রকাশ 

এ.এস আব্দুর সামাদ , শৈলকুপা 

কুরআন হাদিসকে শতভাগ অনুসরণের জন্য সীরাতুল মুস্তাকিম পরিষদের আত্মপ্রকাশ। আজ ১ মহররম ১৪৪৭ হিজরি, ইসলামী নববর্ষের এই তাৎপর্যপূর্ণ দিনে আত্মপ্রকাশ করলো বাংলাদেশ “সীরাতল মুস্তাকিম পরিষদ ” নামের একটি দ্বীনি কাফেলা। ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলা এবং মাগুরা জেলার শ্রীপুর উপজেলায় একযোগে কার্যক্রম শুরুর মাধ্যমে এই সংগঠন তাদের অগ্রযাত্রা ঘোষণা করে।

“সঠিক পথেই শান্তির অগ্রযাত্রা!” স্লোগানকে ধারণ করে গঠিত এই সংগঠনের মূল লক্ষ্য হলো দেশের প্রতিটি নাগরিককে নবীর আদর্শ অনুসরণ করে সঠিক ও সুন্দর জীবনের দিকে অগ্রসর করা এবং শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা। এটি কুরআন এবং হাদিসকে বাস্তব জীবনে শতভাগ অনুসরণ করার অঙ্গীকারে আত্মপ্রকাশ করা একটি পূর্ণাঙ্গ দ্বীনি কাফেলা।

হাফেজ মোঃ শেহজাদ আফরিদি, হাফেজ মোঃ আবু মুসা, মোঃ মেহেদী হাসান, হাফেজ মোঃ আব্দুর রহিম এবং মোঃ আব্দুল আলিম এর সম্মিলিত চিন্তাধারা থেকে আত্মপ্রকাশ করা এই পরিষদ ইতোমধ্যেই তাদের কার্যক্রমের অংশ হিসেবে মাসিক রিপোর্ট পেপার প্রকাশ করেছে। এই মাসিক রিপোর্টে থাকছে “তাকবিরে উলার সাথে নামাজ”, “ব্যাখ্যাসহ কুরআন অধ্যয়ন এবং বাস্তব জীবনে প্রয়োগ”, “চোখের হেফাজত” এবং “জবানের হেফাজত” সহ আত্মশুদ্ধির নানা দিকনির্দেশনামূলক কলাম।

সংগঠনটির মুখপাত্র মোঃ আব্দুল আলিম বলেন, “আল্লাহর সন্তুষ্টিই এই কাফেলার একমাত্র উদ্দেশ্য”। আগামীর প্রতিটি পদক্ষেপে নবীর সীরাত অনুসরণ করে মানুষের কল্যাণে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, এটি শুধু ব্যক্তিগত আত্মশুদ্ধির পথ নয়, বরং একটি শান্তিপূর্ণ, সুশৃঙ্খল এবং সৎ সমাজ গড়তে অগ্রযাত্রা।

বাংলাদেশ সীরাতল মুস্তাকিম পরিষদ আশা করে, দেশের প্রতিটি নাগরিক এই অগ্রযাত্রায় শামিল হয়ে সঠিক পথের অনুসারী হবেন এবং নবীর আদর্শে ধন্য জীবনের মাধ্যমে শান্তির ধারা ছড়িয়ে দেবেন।

আরো পড়ুন
IMG-20250829-WA0073
আরো পড়ুন
IMG-20250827-WA0033
আরো পড়ুন
IMG_20250828_073232_(300_x_300_pixel)
আরো পড়ুন
Copy of Public_20250825_201535_0000
আরো পড়ুন
ঢাকায় ঝিনাইদহ যুবলীগ ও আ.লীগ নেতাকে গ্রেপ্তার
আরো পড়ুন
IMG-20250823-WA0026
আরো পড়ুন
Scroll to Top