কালীগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিশাল র‍্যালি ও আলোচনা সভা

বনি আমিন, কালীগঞ্জ:

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে কালীগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর শ্রমিক সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশন এর উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

কালীগঞ্জ মেইন বাস টার্মিনাল থেকে র‍্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে উপজেলার বিভিন্ন স্থান থেকে আগত শ্রমিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। আলোচনা সভায় সভাপতিত্ব করেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি আমিরুল ইসলাম।

তিনি বলেন, “শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে হলে প্রয়োজন ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন। শ্রমিকের ঘামে যে উন্নয়ন, তার প্রাপ্য মর্যাদা তাদের দিতেই হবে।” বক্তারা শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও সম্মানজনক জীবনের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

র‍্যালিতে হাতে লেখা ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখর ছিল পরিবেশ। শ্রমিকরা ‘ন্যায্য মজুরি চাই’, ‘ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন করো’ ইত্যাদি দাবিতে ঐক্যবদ্ধ কণ্ঠে আওয়াজ তোলেন। সাধারণ শ্রমিকদের মুখে ছিল আশার বার্তা—এই আয়োজন তাদের মধ্যে নতুন উদ্দীপনা ও সাহস যোগায়। আলোচনা সভা শেষে সংক্ষিপ্ত দোয়ার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

Scroll to Top