কালীগঞ্জে-বিষাক্ত-পার্থে

কালীগঞ্জে বিষাক্ত পার্থেনিয়াম গাছে ছেয়ে যাচ্ছে রাস্তার দু’পাশ

বনি আমিন, কালিগঞ্জ:

কালীগঞ্জে বিষাক্ত পার্থে নিয়াম গাছে ছেয়ে যাচ্ছে রাস্তার দু’পাশ। ঝিনাইদহের কালীগঞ্জে বিষাক্ত পার্থে নিয়াম গাছে ছেয়ে যাচ্ছে উপজেলার বিভিন্ন গ্রামে রাস্তার দু’পাশ এখন । অবহেলায় বেড়ে ওঠা এই উদ্ভিদ দেখতে সাধারণ হলেও এর ফুলে থাকে নির্গত পার্থেনিন নামক একটি বিষাক্ত পদার্থ, যা শ্বাসতন্ত্র ও স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। পার্থেনিয়াম গাছের রেণু বা বীজ নাকে প্রবেশ করলে হাপানি, শ্বাসকষ্ট, জ্বরসহ একাধিক রোগ হতে পারে। এলার্জিপ্রবণ ব্যক্তির শরীরে এর রস লাগলে ক্যান্সার পর্যন্ত হতে পারে। এই উদ্ভিদ গবাদিপশুর মুখে ও যকৃতে পচন ধরাতে পারে, সবজির উৎপাদন ব্যাহত করে এবং মাটির নাইট্রোজেন আবদ্ধকরণের প্রক্রিয়ায়ও বাধা সৃষ্টি করে।

ভোলপাড়া গ্রামের কৃষক আব্দুল আজিম জানান, “এই গাছ ক্ষতিকর তা জানতাম না। আমাদের গরু ছাগল প্রতিনিয়ত খাচ্ছে।” কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনি বলেন, “বিশেষ করে কৃষকদের জন্য এটি খুবই ক্ষতিকর। ফসল কাটার সময় গাছের রস শরীরে লাগলে ক্ষতি হতে পারে। আমরা সচেতনতামূলক কার্যক্রম চালাচ্ছি।” এই গাছের ফুল দেখতে সুন্দর হলেও তা সম্পূর্ণরূপে ক্ষতিকর। কৃষিজমিতে এই উদ্ভিদের বিস্তার রোধে দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

মহেশপুর সীমান্তে দুই ভারতীয় নাগরিক আটক

ভূমি সেবায় নবজাগরণ: কালীগঞ্জে এক বছরে ১৩ হাজার মামলা নিষ্পত্তি করলেন এসিল্যান্ড শাহীন আলম

মহেশপুর সীমান্তে দুই ভারতীয় নাগরিক আটক

ভূমি সেবায় নবজাগরণ: কালীগঞ্জে এক বছরে ১৩ হাজার মামলা নিষ্পত্তি করলেন এসিল্যান্ড শাহীন আলম

Scroll to Top