সাইফুল ইসলাম ঝিনাইদহ-
কলরব’র স্বত্ব ফিরে পেতে প্রতিষ্ঠাতার পরিবারের দাবি- ঝিনাইদহে সংবাদ সম্মেলন। ইসলামী সংগীতের জনপ্রিয় শিল্পীগোষ্ঠী ‘কলরব’এর মালিকানা ফিরে পাওয়ার দাবিতে সংগঠনের প্রতিষ্ঠাতা মরহুম আইনুদ্দীন আল আজাদের পরিবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছে।
বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাবে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মরহুমের বড় ভাই শামসুল আলম।
বক্তব্যে বলা হয়, ২০০৪ সালে ইসলামী সংগীত বিকাশে ‘কলরব’ শিল্পীগোষ্ঠী প্রতিষ্ঠা করেন আইনুদ্দীন আল আজাদ। তবে ২০১০ সালে এক সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়। তার পর থেকে সংগঠনটি পরিচালনা করে আসছেন বদরুজ্জামান ও রশিদ আহম্মেদ ফেরদৌস।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, ‘কলরব’এর সাবেক অফিস সহকারী বদরুজ্জামান বর্তমানে ইউটিউব, ব্রাইট সলিউশন মাল্টিমিডিয়া লিমিটেড, হলি টিউনসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে সংগৃহীত অর্থে ঢাকায় একাধিক ফ্ল্যাট, প্রবাসী সিটি প্রকল্প এবং হেলিকপ্টার ব্যবসায় বিনিয়োগসহ গ্রুপ অব কোম্পানির শীর্ষস্থানীয় শেয়ারধারী হয়েছেন। অথচ প্রতিষ্ঠাতা আইনুদ্দীন আল আজাদের পরিবার আজ ন্যূনতম আর্থিক সুরক্ষা থেকেও বঞ্চিত।
সংবাদ সম্মেলনে মরহুমের পরিবার দাবি করে বলেন, ‘কলরব’ এর মূল স্বত্ব প্রতিষ্ঠাতার পরিবার হিসেবে তাদের প্রাপ্য এবং সেই মালিকানা তাদের কাছে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানানো হয়।