ইজিবাইক চুরি, সর্বস্ব হারিয়ে কান্নায় ভেঙে পড়ল লিটনের পরিবার

শাহিনুর রহমান শাহিন, কালীগঞ্জ:

 

ইজিবাইক চুরি, সর্বস্ব হারিয়ে কান্নায় ভেঙে পড়ল লিটনের পরিবার। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাপরাইল গ্রামে এক দরিদ্র দিনমজুর মোঃ লিটন হোসেনের একমাত্র জীবিকার অবলম্বন ইজিবাইকটি চুরি হয়ে গেছে।

বৃহস্পতিবার সকালে খাজুরা বাজারে বেগুন বিক্রি করে বাড়ি ফেরার পথে চাপরাইল বাজারে মাত্র পাঁচ মিনিটের জন্য গাড়িটি রেখে পাশের এক দোকানে যান লিটন। ফিরে এসে আর গাড়িটি পাননি। এ সময়ের মধ্যেই চোরেরা দ্রুত গতিতে গাড়িটি নিয়ে পালিয়ে যায়।

২ লাখ ৩০ হাজার টাকা মূল্যের ইজিবাইকটি কেনার জন্য লিটন তার শেষ সম্বল বিক্রি করেছিলেন। এর আগে তার একটি করিমন গাড়ি চুরি হয়েছিল। বৃদ্ধ মা-বাবা, স্ত্রী ও দুই কন্যাসহ ছয়জনের সংসারে একমাত্র উপার্জনক্ষম লিটন এখন নিঃস্ব, অসহায় ও ভেঙে পড়েছেন।

স্থানীয়রা জানান, চোরেরা গাড়িটি কালীগঞ্জ শহরের দিকে নিয়ে যায়। থানা পুলিশ জানিয়েছে, অভিযোগ পেয়েছে এবং আইনি কার্যক্রম চলমান আছে। চুরির ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গ্রামবাসীরা এই ঘটনার দ্রুত তদন্ত ও গাড়ি উদ্ধারের দাবি জানিয়েছে।

Scroll to Top