আ.লীগ-বিএনপির দ্বন্দ্ব

ঝিনাইদহের সদরে আ.লীগ-বিএনপির দ্বন্দ্ব, হামলা-ভাঙচুরে আহত ৫

ডেস্ক রিপোর্ট

ঝিনাইদহের সদরে আ.লীগ-বিএনপির দ্বন্দ্ব, হামলা-ভাঙচুরে আহত ৫। আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের দ্বন্দ্বের জেরে বসতঘরে এ হামলা-ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ সময় আহত হয়েছেন নারীসহ পাঁচজন।

রোববার (২৭ এপ্রিল) রাতে উপজেলার ফুরসন্দি ইউনিয়নের দিঘিরপাড় গ্রামের উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ওই গ্রামের ওয়ার্ড বিএনপির সভাপতি আমজাদ বিশ্বাসের সঙ্গে স্থানীয় আওয়ামী লীগ নেতা আলিম উদ্দিনের সমর্থকদের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিলো।

রোববার রাতে রেজওয়ানের সমর্থক তুষারের সঙ্গে আলিম উদ্দিনের সমর্থক মুকুলের কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা শুরু হয়। পরে রাতে আলিম উদ্দিনের নেতৃত্বে তার সহযোগী নায়ক বিশ্বাস, সাহেব বিশ্বাস, মনিরুল বিশ্বাস, মুকা ওরফে মুকাদ্দাস লোকজন নিয়ে রেজওয়ান বিশ্বাসের সমর্থকদের বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে।

বাধা দিলে পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয় নারীসহ পাঁচজনকে। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘দিঘিরপাড় গ্রামে সামাজিক বিরোধ নিয়ে একটি ঘটনা ঘটেছিলো। এখন এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ব্যাপারে থানায় অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

মহেশপুর সীমান্তে দুই ভারতীয় নাগরিক আটক

ভূমি সেবায় নবজাগরণ: কালীগঞ্জে এক বছরে ১৩ হাজার মামলা নিষ্পত্তি করলেন এসিল্যান্ড শাহীন আলম

 

Scroll to Top