ওয়ালিউল্লাহ শৈলকুপা, ঝিনাইদহ
আওয়ামী লীগ নিষিদ্ধের উপাদান বিশেষ ক্ষমতা আইনের মধ্যেই আছে বলে জানিয়েছেন এটর্নি জেনারেল আসাদুজ্জামান। বিভিন্ন রাজনৈতিক দল ও মহল থেকে আওয়ামী লীগের নিষিদ্ধ করার যে দাবি উঠেছে, সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাইলে, বিশেষ ক্ষমতা আইনের মধ্যে উপাদান বিদ্যামান আছে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান। শুক্রবার বিকালে শৈলকুপা বাজারে বণিক সমিতি কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেন, আমাকে অনেকে আওয়ামী লীগ কে নিষিদ্ধের ব্যাপারে জিজ্ঞাসা করেছেন, এই মুহূর্তে আওয়ামী লীগকে নিষিদ্ধদের ব্যাপারে সারাদেশে দাবি উঠেছে, তবে আপনাদের বলতে চাই এটা এটমিক জেনারেল অফিসের কাজ নয়, এ সম্পর্কে আমি আইনি ব্যাখ্যা বলতে পারি, আওয়ামী লীগ যে গণহত্যা করেছে, বিশেষ ক্ষমতা আইনে, সরকার চাইলে তাদের নিষিদ্ধ করতে পারে। এটা সরকারের ব্যাপার।
এছাড়া লাশের পোস্টমর্টেম রিপোর্ট সম্পর্কে বলেন, পোস্টমর্টেম রিপোর্ট ছাড়া কোন বিচার বর্তমান প্রক্রিয়ায় সম্ভব না, কিন্তু জুলাই অভ্যুত্থানের শহীদ মীর মুগ্ধের পোস্টমর্টেম করতে দেয়া হয়নি । প্রশ্ন আসবে বিচার কেমনে হবে? আমরা আইনকে সংশোধনের ব্যাপারে সরকারকে বলেছি।
দুর্নীতি সম্পর্কে বলেন, কোন কর্মকর্তা পার্সেন্ট খেয়ে দুর্নীতি করলে, এ সম্পর্কে জানতে পারলে তাদেরকে মামলা দেয়া হবে। আপনাদের ভ্যাট ট্যাক্স এর টাকার কাজ আপনারা বুঝে নেবেন।
কেউ, কোন দল চাঁদাবাজি করলে গোপনে আমাকে মেসেজ দিবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। হিন্দু সম্প্রদায়ের উপর কেউ নির্যাতন করলে বলবেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
অ্যাটর্নি জেনারেল নির্বাচন সম্পর্কে বলেন, এটনিক জেনারেল থাকা অবস্থায় নির্বাচনের কোন বাধা নাই আইনে। অনেকের সম্পর্কে ভুল তথ্য দেন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. আবুল হোসেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ওয়ালিদ হাসান পিকুর, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও শৈলকুপা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. ওসমান আলী বিশ্বাস, সরকারি কমিশনার ভূমি মো. সিরাজুস সালিহীন, পৌর বিএনপির সভাপতি আবু তালেব মিয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট হুমায়ূন বাবর ফিরোজ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. সেলিম রেজা ঠান্ডু, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান বাবলু, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি রাকিবুল হাসান দিপু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমান তুর্কি, পৌর বিএনপির সহ-সভাপতি এটিএম শহীদুল ইসলাম বাবু, পৌর বিএনপির সহ সাধারণ সম্পাদক মো. নজির উদ্দিন ভল্টা, শৈলকুপা নাগরিক কমিটির সভাপতি সাবেক অধ্যাপক আ. মজিদ, ঝিনাইদাহ চেম্বার অফ কমার্সের সভাপতি মো. মোয়াজ্জেম হোসেন। কবির পুর বাজার দোকান মালিক সমিতির সভাপতি মো. আবুল কালাম, লাঙ্গলবাদ বাজার দোকান মালিক সমিতির সভাপতি শ্রীপুর উপজেলা বিএনপি’র আহবায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান বদরুল আলম হিরোক।
সহ প্রমুখ, এ সময় ব্যবসায়ী বক্তারা বলেন, বিগত ১৫ বছরে শৈলকুপা উপজেলার হাট বাজারের কোনো উন্নয়ন হয়নি। অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামানের নিকট হাট বাজার উন্নয়নের দাবি করেন, অনুষ্ঠান সঞ্চালনা করেন শৈলকুপা বনিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান।