আওয়ামী লীগের বিচার রাশেদ খান

নির্বাচনের আগেই আওয়ামী লীগের বিচার দাবি রাশেদ খাঁনের 

ঝিনাইদহ প্রতিনিধি,

নির্বাচনের আগে জুলাই গণহত্যার ও আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খাঁন।

শনিবার (২৬ এপ্রিল) ঝিনাইদহের হরিণাকুণ্ডু প্রিয়নাথ স্কুল অ্যান্ড কলেজ মাঠে উপজেলা গণঅধিকার পরিষদ আয়োজিত গণসমাবেশে এমন মন্তব্য করেন তিনি।

রাশেদ খাঁন বলেন, আওয়ামী লীগ ফেরার চেষ্টা করছে। তারা যদি ফেরে, তাহলে আবারও গণহত্যা চালাবে। জনগণ আওয়ামী লীগকে আর সেই সুযোগ দেবে না। তাই, নির্বাচনের আগে অবশ্যই রাষ্ট্র সংস্কার এবং আওয়ামী লীগ ও গণহত্যার বিচার করতে হবে। নতুন বাংলাদেশে ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসীদের কোনো জায়গা দেওয়া হবে না।

তিনি বলেন, দেশে বারবার গণঅভ্যুত্থান হয়েছে, কিন্তু গণমানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। হাজারো শহীদের রক্তের দাগ শুকায়নি। জুলাই গণঅভ্যুত্থানের আত্মদানকারীদের অবদান আমাদের বাঁচিয়ে রাখতে হবে।

গণঅধিকার পরিষদের এ নেতা বলেন, আমরা এমন বাংলাদেশ গড়তে চাই, যেখানে নির্যাতন, খুন ও গুম থাকবে না। আমরা নতুন বাংলাদেশে ক্লিন ইমেজের নেতৃত্ব দেখতে চাই। দেশের মানুষ চাঁদাবাজ, দখলদার, দুর্নীতিবাজ আর রাজনৈতিক নেতৃত্ব দেখতে চায় না।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন নিয়ে যত ধোঁয়াশা তৈরি করা হবে, নির্বাচন যত বিলম্ব হবে, ততই দেশে অশান্তি বাড়বে। অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। নির্বাচন নিয়ে টালবাহানা জাতি মানবে না।

গণঅধিকার পরিষদের হরিণাকুণ্ডু উপজেলার আহ্বায়ক আমর বিন মারুফের সভাপতিত্বে গণসমাবেশে আরও বক্তব্য রাখেন দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুমন কবির, গণঅধিকার পরিষদের সভাপতি প্রভাষক সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক ইকবাল জাহিদ রাজন, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ হাসান মিল্টন, জেলা পেশাজীবী অধিকার পরিষদের সভাপতি রাসেল আহমেদ, জেলা যুব অধিকার পরিষদের সভাপতি রকিবুল ইসলাম এবং ছাত্র অধিকার পরিষদের সভাপতি আব্দুল্লাহ আল মামুন।

সমাবেশ শেষে রাশেদ খাঁনের নেতৃত্বে একটি শোভাযাত্রা বের হয়। গণঅধিকার পরিষদের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন এতে।

আরো পড়ুন
Oplus_0
আরো পড়ুন
IMG-20250901-WA0068
আরো পড়ুন
FB_IMG_1756717902020
আরো পড়ুন
Oplus_0
আরো পড়ুন
image-230031-1756710545
আরো পড়ুন
প্রবাসী রুবেলের অকাল মৃত্যুতে শোকের ছায়া পরিবারে
আরো পড়ুন
Scroll to Top