১৫ লাখ টাকায় চাকরি ও অর্থ আত্মসাতের অভিযোগে শিক্ষক লাঞ্ছনা, উত্তর নারায়ণপুর স্কুলে মানববন্ধন

সাইফুল ইসলাম, ঝিনাইদহ-

১৫ লাখ টাকায় চাকরি ও অর্থ আত্মসাতের অভিযোগে শিক্ষক লাঞ্ছনা, উত্তর নারায়ণপুর স্কুলে মানববন্ধন। ঝিনাইদহ সদর উপজেলার উত্তর নারায়ণপুর মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক সোহেল রানার অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বিদ্যালয়ের অফিস কক্ষের সামনে সাবেক ও বর্তমান শিক্ষার্থী, স্থানীয় সুশীল সমাজ ও অভিভাবকরা অংশ নেন।

অভিযোগ অনুযায়ী, সোমবার সকালে সিনিয়র সহকারী শিক্ষক আব্দুল লতিফ হোসেন অতিথিদের সঙ্গে কথা বলায় ক্লাসে যেতে কিছুটা দেরি হয়। এ সময় সহকারী প্রধান শিক্ষক সোহেল রানা অশোভন ভাষায় কথা বললে লতিফ হোসেন প্রতিবাদ জানান। একপর্যায়ে তিনি একাধিকবার ধাক্কা দিলে লতিফ হোসেন পড়ে গিয়ে আহত হন।

শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়দের অভিযোগ, সোহেল রানার বিরুদ্ধে আগে থেকেই নানা অভিযোগ রয়েছে।মেয়ে শিক্ষার্থীদের সঙ্গে অশোভন আচরণ, শিক্ষার্থীদের মারধর, রাজনৈতিক প্রভাব খাটিয়ে ১৫ লাখ টাকা দিয়ে চাকরি নেওয়া, সহকর্মীদের গায়ে হাত তোলা এবং প্রতিষ্ঠান থেকে সিসি ক্যামেরা কেনার নামে ৩০ হাজার টাকা আত্মসাৎ করার ও অভিযোগ উঠে এসেছে তার বিরুদ্ধে।

মানববন্ধনে নেতৃত্ব দেওয়া সাবেক ছাত্র রকি বলেন, সোহেল রানা যে কাজ করেছে, তার তীব্র নিন্দা জানাই। অবিলম্বে তাকে অপসারণ করতে হবে, না হলে আগামীকাল আরও কঠোর আন্দোলনে যাব।

প্রধান শিক্ষক আবু দাউদ ও এডহক কমিটির সভাপতি আরশাদ আলী জানান, বুধবার সকালে শিক্ষক ও ম্যানেজিং কমিটির জরুরি বৈঠক ডাকা হয়েছে। সবার সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন
Oplus_0
আরো পড়ুন
IMG-20250901-WA0068
আরো পড়ুন
FB_IMG_1756717902020
আরো পড়ুন
Oplus_0
আরো পড়ুন
image-230031-1756710545
আরো পড়ুন
প্রবাসী রুবেলের অকাল মৃত্যুতে শোকের ছায়া পরিবারে
আরো পড়ুন
Scroll to Top