মেধা ও মনন মঞ্চ, শৈলকুপার নতুন কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহঃ
শৈলকুপার শিক্ষাঙ্গনে সৃজনশীল মেধা বিকাশের সংগঠন ‘মেধা ও মনন মঞ্চ, শৈলকুপা’-এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

গত ৩১ অক্টোবর (বৃহস্পতিবার) বিকেল ৪টায় সংগঠনটির কার্যালয় “মেমন অফিসে” এক আনুষ্ঠানিক সভায় এই নতুন কমিটি ঘোষণা করেন প্রতিষ্ঠাকালীন সভাপতি সাদিয়া সুলতানা

নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মাসুম বিল্লাহ্ তূর্য এবং সাধারণ সম্পাদক হয়েছেন আব্দুল কাদের জিলানী ফাহিম। তারা দুজনেই ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার শিক্ষার্থী।

প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করবেন সাদিয়া সুলতানা
সংগঠনের প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব স্নিগ্ধা দাস এবং শৈলকুপা পাবলিক হল ও লাইব্রেরির সাধারণ সম্পাদক জনাব স্বপন বাগচী
এছাড়াও সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব সুলতান আলী এবং অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার জনাব আব্দুল জলিল জোয়ার্দার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন।

নতুন কমিটির অন্যান্য পদে রয়েছেন:

  • সহ-সভাপতি: ইব্রাহিম মাহী (আইইউবিএটি), মাহামুদুন্নবী সৌরভ (ইবি)

  • যুগ্ম সাধারণ সম্পাদক: মো. তানভীর আহমদ (কেসি কলেজ), কাজী রাউফুন (কেসি কলেজ)

  • অর্থ সম্পাদক: মাসুম বিল্লাহ্ তূর্য (ইবি)

  • দপ্তর সম্পাদক: আল-মামুন (ইবি), সহকারী দপ্তর সম্পাদক: আরাফাত ইসলাম প্লাবন (ইবি)

  • প্রচার সম্পাদক: মো. ফরহাদ আহমেদ (আইইউবিএটি)

  • সাংগঠনিক সম্পাদক: আফরা আনজুম জেনিন (ইবি), সহকারী সাংগঠনিক সম্পাদক: সাইমুন খান (শৈলকুপা সরকারি কলেজ)

  • গণিত সম্পাদক: মো. গালিব আশরাফ (ঢাবি)

  • অলিম্পিয়াড সম্পাদক: ইব্রাহিম মাহী (আইইউবিএটি)

  • বিতর্ক সম্পাদক: সাদিয়া সুলতানা (বেরোবি)

  • তথ্য ও প্রযুক্তি সম্পাদক: সৌমিক সাহা (শৈলকুপা সরকারি কলেজ)

  • কার্যনির্বাহী সদস্য: রেজওয়ান আকিব (যশোর পলিটেকনিক), ফারহানা রিন্তি (কেসি কলেজ)

উল্লেখ্য, ২০২৪ সালের ১৪ আগস্ট প্রতিষ্ঠিত “মেধা ও মনন মঞ্চ” প্রতিষ্ঠালগ্ন থেকেই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের একাডেমিক ও সৃজনশীল দক্ষতা বৃদ্ধিতে কাজ করে আসছে।
এ বছরেই সংগঠনটি মাননীয় অ্যাটর্নি জেনারেল জনাব আসাদুজ্জামান এর আর্থিক সহায়তায় শৈলকুপার ৬০টি শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে “মেধা মনন উৎসব ২০২৫” সফলভাবে আয়োজন করে, যা এলাকায় ব্যাপক সাড়া ফেলে।

আরো পড়ুন
ঝিনাইদহ-৪ আসনে ফিরোজের হাতেই থাকছে ধানের শীষ?
আরো পড়ুন
কালীগঞ্জে হামিদুল ইসলাম হামিদের বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জনসভা
আরো পড়ুন
কালীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত
আরো পড়ুন
নিয়ামতপুরে জামায়াতের উদ্যোগে নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত
আরো পড়ুন
আমার জনপ্রিয়তাই এখন তাদের আতঙ্ক, অন্ধকারেই ছিঁড়ছে পোস্টার: মাও. আবু তালেব
আরো পড়ুন
পদত্যাগ করে ঝিনাইদহ-১ আসনে নির্বাচন করবেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান
আরো পড়ুন
Scroll to Top