পরীক্ষার্থীদের পাশে ছাত্রশিবির: খাতা-কলম, ওষুধ ও পানির ব্যবস্থা করে দৃষ্টান্ত স্থাপন

সাইফুল ইসলাম, ঝিনাইদহ

পরীক্ষার্থীদের পাশে ছাত্রশিবির: খাতা-কলম, ওষুধ ও পানির ব্যবস্থা করে দৃষ্টান্ত স্থাপন। ২০২৫ সালের এইচএসসি, আলিম ও সম্মান পরীক্ষার্থীদের জন্য দোয়া ও সরাসরি সহায়তা প্রদান করে অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঝিনাইদহ পৌর শাখা। “সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সদা দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরির অঙ্গীকার”—এই মূলমন্ত্রকে ধারণ করে বৃহস্পতিবার (২৬ জুন) সকাল থেকে আলিয়া মাদ্রাসাসহ জেলার গুরুত্বপূর্ণ পরীক্ষাকেন্দ্রগুলোর সামনে পরীক্ষার্থীদের সহায়তায় এগিয়ে আসে সংগঠনটি।

কেন্দ্রের সামনে শিবিরের পক্ষ থেকে স্থাপন করা হয় একটি সুশৃঙ্খল স্টল। সেখানে পরীক্ষার্থীদের জন্য রাখা হয় কলম, খাতা, প্রয়োজনীয় ওষুধ এবং সুপেয় পানির ব্যবস্থা। ছাত্রশিবিরের কর্মীরা পরীক্ষার্থীদের মাঝে এসব সামগ্রী বিতরণ করে পরীক্ষার আগে মানসিকভাবে সাহস জোগান।

শিক্ষার্থীদের অনেকে জানান, হঠাৎ কলম বা প্রয়োজনীয় কিছু না থাকলে তারা বিপাকে পড়তেন। কিন্তু ছাত্রশিবিরের এই সহায়তা তাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। এক অভিভাবক বলেন, শুধু দোয়া নয়, এমন ব্যবহারিক সহায়তা সত্যিই প্রশংসনীয়। এটি একটি মানবিক ও দায়িত্বশীল উদ্যোগ।

শহরের সচেতন মহল এই আয়োজনকে শিক্ষার্থীবান্ধব একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন এবং ভবিষ্যতে অন্য সংগঠনগুলোকেও এমন উদ্যোগ নিতে উৎসাহিত করেছেন।

ছাত্রশিবিরের ঝিনাইদহ শহর শাখার সভাপতি আব্দুল্লাহ আল মামুন জানান, পরীক্ষার্থীরা যাতে চিন্তামুক্ত ও স্বস্তিতে পরীক্ষা দিতে পারে, সেজন্যই এই আয়োজন। শুধু শুভকামনা নয়, বাস্তব সহায়তার হাত বাড়িয়ে দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব বলেও মন্তব্য করেন তারা।

আরো পড়ুন
Oplus_0
আরো পড়ুন
IMG-20250901-WA0068
আরো পড়ুন
FB_IMG_1756717902020
আরো পড়ুন
Oplus_0
আরো পড়ুন
image-230031-1756710545
আরো পড়ুন
প্রবাসী রুবেলের অকাল মৃত্যুতে শোকের ছায়া পরিবারে
আরো পড়ুন
Scroll to Top