ড. মাওলানা হাবিবুর রহমান

রাসুলুল্লাহ (সা.) ছিলেন শান্তি ও মানবতার মহান রাষ্ট্রনায়ক — ড. মাওলানা হাবিবুর রহমান

ঝিনাইদহ সদর প্রতিনিধি

রাসুলুল্লাহ (সা.) ছিলেন শান্তি ও মানবতার মহান রাষ্ট্রনায়ক বলে মন্তব্য করেছেন ড. মাওলানা হাবিবুর রহমান। ঝিনাইদহ জেলার মহারাজপুর ইউনিয়নের হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রবিবার (২৭ অক্টোবর) আলোকিত ঝিনাইদহ ফাউন্ডেশনের উদ্যোগে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

প্রধান অতিথি ড. মাওলানা হাবিবুর রহমান তাঁর বক্তব্যে বলেন, “রাসুলুল্লাহ (সা.) ছিলেন এমন এক রাষ্ট্রনায়ক যিনি ন্যায়, সাম্য ও মানবতার ভিত্তিতে আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন। তাঁর রাষ্ট্রনীতিতে বৈষম্য ছিল না—ধনী-গরিব, মুসলিম-অমুসলিম সকলেই পেত সমান মর্যাদা। পররাষ্ট্রনীতিতেও তিনি ছিলেন শান্তির দূত। যুদ্ধ নয়, সংলাপ ও চুক্তির মাধ্যমে তিনি শত্রুকেও বন্ধুতে পরিণত করেছিলেন। আজকের বিশ্ব যদি নবীজির (সা.) আদর্শ অনুসরণ করত, তবে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হতো।”

তিনি আরও বলেন, “আমাদের সন্তানদের নবীজির জীবন ও কর্ম সম্পর্কে জানাতে হবে। এই ধরনের রচনা প্রতিযোগিতা তাদের মধ্যে আদর্শ, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে সহায়তা করবে।”

অনুষ্ঠাটি ফাউন্ডেশনের সদস্য সচিব মো. সামাউল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. মাওলানা হাবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান জনাব আহমদ আলী।
এছাড়াও উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব উত্তম কুমার ভৌমিক, সহকারী শিক্ষকবৃন্দ জনাব কাজেম আলী, জনাব টুটুল হোসেন, চিত্তরঞ্জন ঘোষ, ফাউন্ডেশনের সহকারী সদস্য সচিব জনাব ফরিদ আহমেদ এবং উপদেষ্টা জনাব সফর আলী প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। পরে সিরাতুন্নবী (সা.) রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে উত্তীর্ণদের নাম ঘোষণা করা হয়।

অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার, সনদপত্র ও বই তুলে দেন অতিথিবৃন্দ। পুরো অনুষ্ঠানজুড়ে শিক্ষার্থীদের মুখে আনন্দের ঝিলিক দেখা যায়।
দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

আলোকিত ঝিনাইদহ ফাউন্ডেশনের এমন উদ্যোগ এলাকাবাসীর মধ্যে প্রশংসার সৃষ্টি করেছে। অনেকেই মত দেন, নবীজির (সা.) জীবনের আদর্শ ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে।

আরো পড়ুন
Oplus_131072
আরো পড়ুন
কালীগঞ্জে শিমলা-রোকনপুরে জামায়াতের নির্বাচনী সাধারণ সভা অনুষ্ঠিত
আরো পড়ুন
IMG-20251025-WA0014
আরো পড়ুন
IMG-20251024-WA0021
আরো পড়ুন
IMG-20251024-WA0016
আরো পড়ুন
IMG-20251024-WA0008
আরো পড়ুন
Scroll to Top