ঝিনাইদহে সার-কীটনাশকের দোকানে অভিযান, জরিমানা

ঝিনাইদহে সার-কীটনাশকের দোকানে অভিযান, জরিমানা

নিজস্ব প্রতিবেদক

ঝিনাইদহে সার-কীটনাশকের দোকানে অভিযান, জরিমানা। ঝিনাইদহ সদর উপজেলার নারিকেলবাড়িয়া বাজারে সার ও কীটনাশকের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ লঙ্ঘনের দায়ে মেসার্স প্রিন্স বীজ ভান্ডার নামের একটি দোকানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নিশাত মেহের

তিনি জানান, নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে নারিকেলবাড়িয়া বাজারে এই অভিযান পরিচালিত হয়। এ সময় একটি সার ও কীটনাশক বিক্রয়কারী প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

সহকারী পরিচালক নিশাত মেহের আরও বলেন, “ভোক্তাদের স্বার্থ রক্ষায় নিয়মিত এ ধরনের অভিযান পরিচালিত হচ্ছে। বাজারে কোনো অনিয়ম বা আইন লঙ্ঘন পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ধাপে ধাপে জেলার প্রতিটি উপজেলায় অভিযান পরিচালনা করা হবে।”

স্থানীয় কৃষকরা জানান, ভেজাল সার ও নিম্নমানের কীটনাশক কৃষি উৎপাদনে মারাত্মক প্রভাব ফেলে। তারা প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে নিয়মিত তদারকির দাবি জানিয়েছেন।

আরো পড়ুন
শৈলকুপার ডাউটিয়া বাজারে জামায়াত-বিএনপির পাল্টাপাল্টি সমাবেশে উত্তেজনা, এলাকায় থমথমে পরিস্থিতি
আরো পড়ুন
Oplus_131072
আরো পড়ুন
IMG-20251010-WA0010
আরো পড়ুন
জামায়াতের আয়োজনে কালীগঞ্জের কোলা ইউনিয়নে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
আরো পড়ুন
Picsart_25-09-21_19-04-44-013
আরো পড়ুন
ঝিনাইদহ জেলা জামায়াতের সুধী সমাবেশ
আরো পড়ুন
Scroll to Top