নিজস্ব প্রতিবেদক
ঝিনাইদহে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত অন্তত ৫, ভাঙচুরে আতঙ্ক। ঝিনাইদহ সদর উপজেলার রুপদাহ গ্রামে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে বিএনপির দুই পক্ষের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫ জন আহত হয়েছেন। স্থানীয়রা জানান, উভয়পক্ষের ৫টি বাড়ি এবং একটি দোকান ভাঙচুরের শিকার হয়েছে।
আহতদের মধ্যে তিনজনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের পরিচয় ও অবস্থার বিস্তারিত সম্পর্কে হাসপাতাল সূত্রে জানা গেছে, সবাই তেমন গুরুতর নয়, তবে তাদের মধ্যে দু’জনের মাথায় আঘাতের চিহ্ন লক্ষ্য করা গেছে।
স্থানীয়রা জানান, প্রায় ৮ মাস আগে রুপদাহ গ্রামে রাতের আঁধারে অজ্ঞাত পরিচয়ের কেউ একটি বিদ্যুতের পিলার ভেঙে ফেলেন। এ ঘটনায় স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি আবু বক্কার বিশ্বাস ও সাবেক সভাপতি ফজলু মণ্ডল সমর্থকরা বিরোধে জড়িয়ে পড়েন। যদিও প্রথমে বিষয়টি মীমাংসা করা হয়, কিন্তু উভয়পক্ষের মধ্যে উত্তেজনা দীর্ঘদিন ধরে বিরাজ করছে। শুক্রবার সকালে উত্তেজনা চরমে পৌঁছায় এবং সংঘর্ষে রূপ নেয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন দেশের একটি গণমাধ্যমকে বলেন, “সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে উক্ত এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে তুলনামূলকভাবে শান্ত।”
স্থানীয়রা অভিযোগ করেছেন, সংঘর্ষের সময় উভয়পক্ষ অগ্নিসংযোগের চেষ্টা চালায় এবং ধারালো অস্ত্র ব্যবহার করে। তবে পুলিশ তাৎক্ষণিক হস্তক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা ঠেকাতে সক্ষম হয়েছে।
এঘটনার পর রুপদাহ গ্রামে সাধারণ মানুষ আতঙ্কে রয়েছেন। স্থানীয়রা প্রশাসনের প্রতি আরও কঠোর নজরদারি এবং শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন।