আম পাড়াকে কেন্দ্র করে চাচা-ভাতিজার সংঘর্ষ

আম পাড়াকে কেন্দ্র করে চাচা-ভাতিজার সংঘর্ষ – পাল্টাপাল্টি থানায় অভিযোগ

ঝিনাইদহ প্রতিনিধি

আম পাড়াকে কেন্দ্র করে চাচা-ভাতিজার সংঘর্ষ পাল্টাপাল্টি থানায় অভিযোগ। ঝিনাইদহ সদর উপজেলামধুহাটি ইউনিয়নের জাদুপপুর গ্রামে আম পাড়াকে কেন্দ্র করে চাচা-ভাতিজার মধ্যে সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের দুইজন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ঘটনায় উভয়পক্ষ পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেছেন থানায়। ঘটনাটি ঘটে গত ১৩ মে বিকেলে।

জানা যায়, জাদুপপুর গ্রামের বাসিন্দা ওমার আলী (৫০) তার গাছের আম পাড়তে ভাতিজা রাকিবকে নিষেধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে রাকিব তার ভাই রিয়াল, রিফাত ও সজিবকে সঙ্গে নিয়ে চাচা ওমার আলীর বাড়িতে গিয়ে তাকে বেধড়ক মারপিট করে।

চাচাকে রক্ষা করতে এলে ওমার আলীর ছেলে সাব্বির (২০), যিনি একজন কলেজপড়ুয়া শিক্ষার্থী, সংঘর্ষে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে রাকিব বাঁশ দিয়ে সাব্বিরের মাথায় আঘাত করতে গেলে সাব্বির মাথা সরিয়ে ফেললে সেই আঘাত গিয়ে লাগে রাকিবের ছোট ভাই রিফাতের মাথায়। এতে রিফাত গুরুতর আহত হন এবং মাটিতে পড়ে যান। পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করান।

ঝিনাইদহে আইসিইউ-সিসিইউ স্থাপনের দাবি, জেলা প্রশাসকের কাছে হাসপাতাল কর্তৃপক্ষের চিঠি

অপরদিকে মারধরের শিকার চাচা ওমার আলীকে ভর্তি করা হয় কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। তার পরিবার জানায়, হামলার পরও রাকিব ও তার সহযোগীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে। এতে সাব্বির বর্তমানে ভয়ে বাড়ি ছেড়ে থাকতে বাধ্য হচ্ছেন, অথচ তিনি এখন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছেন, ফলে মানসিকভাবে ভেঙে পড়েছেন।

এ ঘটনায় প্রথমে ভাতিজা রাকিব বাদী হয়ে চাচা ওমার আলী, তার ছেলে সাব্বির, আহসান (৪২, পিতা মৃত চাঁদ মাজমাদার) ও আহসানের স্ত্রী রেশমা খাতুন (৩২, স্বামী আহসান)-এর বিরুদ্ধে চারজনের নামে থানায় অভিযোগ দায়ের করেন। পাল্টা অভিযোগ করেন ওমার আলীর স্ত্রী, যিনি রাকিব, রিফাত, রিয়াল ও সজিবের বিরুদ্ধে মামলা করেন।

এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান তাদের পারিবারিক ভাবে সমস্যাটা হয়েছে এটা তাদের পারিবারিক হিসাবে মিটিয়ে ফেলা উচিত হবে বলে মনে করেন তিনি।

গ্রামের সাধারণ মানুষ এ ধরনের ঘটনার দ্রুত নিষ্পত্তি এবং এলাকায় শান্তিপূর্ণ সহাবস্থানের পরিবেশ ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন প্রশাসনের প্রতি।

ঝিনাইদহে ‘ক্রসফায়ার রাজত্বের’ হোতা সাবেক এসপি আলতাফ!
আরো পড়ুন
ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন ও দুর্নীতি-চাঁদাবাজি
আরো পড়ুন
IMG-20250904-WA0013
আরো পড়ুন
কালীগঞ্জে বৃষ্টি উপেক্ষা করে বর্ণাঢ্য র‌্যালি ও শোভাযাত্রার মাধ্যমে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
আরো পড়ুন
Oplus_0
আরো পড়ুন
IMG-20250901-WA0068
আরো পড়ুন
FB_IMG_1756717902020
আরো পড়ুন
Scroll to Top