কালীগঞ্জে শ্রমিকদল নেতা হত্যা মামলার আসামি গ্রেফতার

বনি আমিন, কালীগঞ্জ

ঝিনাইদহের কালীগঞ্জে শ্রমিকদল নেতা সেকেন্দার আলী লাল মিয়া (৩৫) হত্যা মামলার আসামি রফিকুল ইসলাম সোম (৫৫)–কে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৬)।

গতকাল (রবিবার) রাত ৯টার পর ঝিনাইদহ শহর এলাকা থেকে তাকে আটক করা হয়। পরবর্তীতে তাকে কালীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সেকেন্দার আলী লাল মিয়া ছিলেন হরিনাকুন্ডু উপজেলার রঘুনাথপুর ইউনিয়ন শ্রমিকদলের সাবেক সাধারণ সম্পাদক এবং নারায়নপুর গ্রামের মৃত আবু বক্কার বিশ্বাসের পুত্র। আটক রফিকুল ইসলাম সোম সদর উপজেলার আরাপপুর গ্রামের রুহুল কুদ্দুসের ছেলে।

জানা গেছে, ২০১৬ সালের ২৭ জুলাই দুপুরে সেকেন্দার আলী লাল মিয়া গরু ক্রয়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে কুষ্টিয়ার উদ্দেশে রওনা হন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। দীর্ঘ দুই বছর পর, ২০১৮ সালের ২ আগস্ট কালীগঞ্জ উপজেলার কড়াইতলা নামক এলাকা থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

এ ঘটনাকে কেন্দ্র করে নিহত সেকেন্দার আলী লাল মিয়ার বোন মোছা. মনিরা খাতুন কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার জানান, “র‍্যাব কর্তৃক আটক রফিকুল ইসলাম সোমকে গতরাতে আমাদের হেফাজতে নেওয়া হয়েছে। তাকে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।”

আরো পড়ুন
কালীগঞ্জের বারোবাজারে বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত
আরো পড়ুন
কালীগঞ্জের মালিয়াটে জামায়াতে ইসলামী উদ্যোগে কম্বল বিতরণ
আরো পড়ুন
IMG-20251112-WA0003
আরো পড়ুন
4455
আরো পড়ুন
ঝিনাইদহ-৪ আসনে ফিরোজের হাতেই থাকছে ধানের শীষ?
আরো পড়ুন
কালীগঞ্জে হামিদুল ইসলাম হামিদের বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জনসভা
আরো পড়ুন
Scroll to Top