ঝিনেদার কাগজ || Jhenedar kagoj || সত্যের আলোয় সুন্দর

১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
কালীগঞ্জ ফেমাস মেরিট কেয়ার একাডেমি

কুসুম গরম লেবু–পানি খেয়ে শীতের সকাল শুরুর ৭ উপকারিতা

কুসুম গরম লেবু–পানি খেয়ে শীতের সকাল শুরুর ৭ উপকারিতা

ডেস্ক রিপোর্ট

বলা হয়, খালি পেটে গরম পানি হজমশক্তি বাড়ায়, জোগায় তাৎক্ষণিক শক্তি। সঙ্গে নানা স্বাস্থ্যসুবিধা তো আছেই। এর সঙ্গে মাত্র এক চা–চামচ লেবুর রস যোগ করলে এই ‘যৌথ বাহিনী’ কী করতে পারে, তা জানার আগে চলুন আলাদাভাবে জেনে নেওয়া যাক কুসুম গরম পানি ও লেবুর রসের উপকারিতা।

Thank you for reading this post, don't forget to subscribe!

কুসুম গরম পানি খাওয়ার উপকারিতা

খালি পেটে গরম পানি খেলে অনেক ধরনের উপকারই হয়। বিপাকপ্রক্রিয়া উদ্দীপিত করে হজমশক্তি বাড়ায় এবং দিনভর খাদ্য ভাঙতে সহায়তা করে। কুসুম গরম পানি শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দেয়। যকৃৎ ও কিডনির কার্যক্রম শক্তিশালী করে, যা প্রাকৃতিকভাবে বিষাক্ত পদার্থ অপসারণ প্রক্রিয়াকে (ডিটক্সিফিকেশন) গতিশীল করে।

কুসুম গরম পানি পেটের গ্যাস ও কোষ্ঠকাঠিন্য দূর করে এবং অন্ত্রের নড়াচড়া সহজ করে। রক্ত সঞ্চালন ও পেশি শিথিল করতে সাহায্য করে। এতে ঘুম থেকে ওঠার পর অনেকের পেশি শক্ত হয়ে থাকার যে জটিলতা তৈরি হয়, তা কাটিয়ে উঠতে সুবিধা হয়।

এত সব সুবিধা ছাড়াও বোনাস হিসেবে কুসুম গরম পানি সারা রাত অনাহারে থাকা শরীরে ‘জলযোগ’ করে সতেজ করে তোলে। এটি শক্তি বাড়ায় ও মানসিকভাবে প্রশান্তি দেয়। এভাবে সকালে কুসুম গরম পানি খাওয়ার মতো সহজ অভ্যাস আপনার সারা দিনটাকেই স্বাস্থ্যকর করে তুলবে।

লেবুর রস খাওয়ার উপকারিতা

বলা হয়, লেবুর রস খাওয়া সার্বিকভাবে সুস্থ থাকার অন্যতম সহজ ও কার্যকর তরিকা। এই রস ভিটামিন সি, অ্যান্টি–অক্সিডেন্ট ও দরকারি পুষ্টি উপাদানে ঠাসা। শরীরের রোগ প্রতিরোধক্ষমতা বাড়ায়, কোষের জন্য ক্ষতিকর ফ্রি র‍্যাডিক্যাল ঠেকায় এবং ত্বকে বলিরেখা প্রতিরোধকারী কোলাজেন উৎপাদনে ভূমিকা রাখে।

লেবুর রস খেলে শরীরে পিত্তরস তৈরি হয়, যা হজমে সাহায্য করে। পেট ফাঁপা কমায় এবং এর ক্ষারীয় ক্ষমতা শরীরে পিএইচের মাত্রা ঠিক রাখে।

লেবুর রস ক্ষুধা কমিয়ে এবং বিপাকক্রিয়ার গতি বাড়িয়ে ওজন কমাতে সাহায্য করে। এর বিষাক্ত পদার্থ অপসারণকারী প্রাকৃতিক উপাদান যকৃৎ থেকে বিষাক্ত পদার্থ বের করে দিতে ভূমিকা রাখে। এই পানির প্রাকৃতিক জলযোগ করার প্রবণতা যে কারও পুরো দিনকে অসাধারণ করে তোলে।

যেসব গুণ কুসুম গরম লেবু–পানিকে জাদুকরি পানীয়তে পরিণত করে
১. হজম স্বাস্থ্যের উন্নতি

বলা হয়, একদিকে কুসুম গরম পানি আমাদের হজমপ্রক্রিয়া উদ্দীপিত করে, অন্যদিকে লেবুর রস পিত্তরসের উৎপাদন বাড়ায়। ফলে কুসুম গরম লেবু–পানি শরীরকে খাদ্য ভাঙতে সাহায্য করে হজম সহজ করে।

২. ডিটক্সিফিকেশনে সাহায্য

বিশেষজ্ঞদের মতে, লেবুর রসে প্রচুর সাইট্রিক অ্যাসিড থাকে। এটি শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দিতে যকৃৎকে আরও কার্যকর করে তোলে। অন্যদিকে গরম পানিও শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দিয়ে ডিটক্সিফিকেশনে সাহায্য করে।

৩. শরীরে জলযোগ করে

সারা রাত অনাহারে থাকার পর সকালে আমাদের শরীর পানিশূন্যতায় ভোগে। এ সময় কুসুম গরম লেবু–পানি শরীরে পানিযোগ করে আমাদের সতেজ ও প্রাণবন্ত করে তোলে, যা সারা দিনের রসদ জোগায়।

৪. ওজন কমাতে সাহায্য করে

এটা প্রমাণিত যে লেবুর রসে পেকটিন নামের একধরনের আঁশজাতীয় উপাদান থাকে, যা আমাদের ক্ষুধা কমায়। যখন এর সঙ্গে গরম পানি যুক্ত হয়, তখন তা শরীরকে আরও পরিপূর্ণ থাকার অনুভূতি দেয়। এভাবে কুসুম গরম লেবু–পানি ওজন কমাতে ভূমিকা রাখে।

৫. ত্বককে করে উজ্জ্বল দীপ্তিময়

লেবু ভিটামিন সি ও অ্যান্টি-অক্সিডেন্টে পূর্ণ। এসব শরীরের কোষ ধ্বংসকারী ফ্রি র‍্যাডিক্যালের বিরুদ্ধে লড়াই করে, ত্বকের দাগ দূর করে এবং ত্বককে করে স্বাস্থ্যকর উজ্জ্বল ও দীপ্তিময়। প্রচুর পানি খেলেও শরীর থেকে বিষাক্ত পদার্থ বের হয়, ত্বকে আসে উজ্জ্বল আভা।

৬. রোগ প্রতিরোধক্ষমতা বাড়ায়

লেবুর ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধক্ষমতা বাড়ায়। শরীরকে ঠান্ডা-সর্দিসহ বিভিন্ন রোগের হাত থেকে রক্ষা করে।

৭. দেহকে ক্ষারীয় করে

লেবুর স্বাদ অম্লীয় হলেও এর ক্ষারীয় ধর্ম আছে। এটি শরীরকে ক্ষারীয় করে বিপাকক্রিয়ায় ভূমিকা রাখে। এই পানি পিএইচের মাত্রা ঠিক রেখে অম্লের সমস্যা দূর করে।

আরও পড়ুন
রোজ সকালে মেথি ভেজানো পানি খেলে পাবেন এই ৭ উপকার
০২ নভেম্বর ২০২৪
বাসায় যেভাবে কুসুম গরম লেবু–পানি বানাবেন
প্রথমে একটি পাত্রে কিছু পানি কুসুম গরম করুন। তা গ্লাসে ঢেলে এর মধ্যে ১ টেবিল চামচ লেবুর রস যোগ করুন। ভালোভাবে নাড়ুন। ব্যস, এবার খেয়ে ফেলুন!

পরামর্শ

অনেকের ধারণা, কুসুম গরম লেবু–পানি দাঁতের ওপরের আবরণ এনামেলের ক্ষতি করতে পারে। আপনারও যদি এমন ভয় থাকে, তাহলে স্ট্র বা কাঠির সাহায্যে ধীরে ধীরে এই পানি খেতে পারেন। না হলে আপনার চিকিৎসকের কাছে জেনে নিন, তবু খান! এই পানির স্বাদে ভিন্নতা আনতে সঙ্গে যোগ করতে পারেন মধুও।

সূত্র: ওয়েব এমডি

আরও পড়ুন

এইচএসসি পরীক্ষা ২০২৫: জীববিজ্ঞান প্রথম পত্র

নবম অধ্যায়: উদ্ভিদ শরীরতত্ত্ব  Thank you for reading this post, don’t forget to subscribe! তৃতীয় পরিচ্ছেদ: সালোকসংশ্লেষণ সুনির্মল চন্দ্র বসু সহকারী

অসত্য, অবিচার ও অবক্ষয়ের বিরুদ্ধে ইসলামী আন্দোলনই একমাত্র পথ: মাও. আব্দুল হালিম

বনি আমিন, কালীগঞ্জ: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কালীগঞ্জ উপজেলা শাখার আয়োজনে প্রাক্তন ছাত্রশিবির সমাবেশ-২০২৫ সফলভাবে সম্পন্ন হয়েছে।Thank you for reading this

কালীগঞ্জে পৌর বিএনপির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

বনি আমিন, কালীগঞ্জ: ঝিনাইদহের কালীগঞ্জ পৌর বিএনপির উদ্যোগে ৯টি ওয়ার্ডের ২০০ জন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার আল মাদরাসাতুল আরাবিয়া হযরত আলী (রা:) মাদ্রাসার ২০০ শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছে সদর উদ্দিন বিশ্বাস ফাউন্ডেশন।

কালীগঞ্জে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

বনি আমিন, কালীগঞ্জ: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার আল মাদরাসাতুল আরাবিয়া হযরত আলী (রা:) মাদ্রাসার ২০০ শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছে

মহিলা সহ আহত ১৫

শৈলকুপায় (হত্যা ও ধর্ষণ মামলার জেরে) আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ।।

শৈলকুপায় (হত্যা ও ধর্ষণ মামলার জেরে) আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ।। মহিলা সহ আহত ১৫Thank you for reading

সম্পদ বণ্টন সম্পর্কিত আল্লাহর নীতি প্রসঙ্গে

সম্পদ বণ্টন সম্পর্কিত আল্লাহর নীতি প্রসঙ্গে

ডেস্ক রিপোর্ট اللهُ يَبْسُطُ الرِّزْقَ لِمَنْ تَشَاءُ وَيَقْدِرُ ط وَفَرِحُوا بِالْحَمُرِةِ الدُّنْبَاءِ وَمَا الْحَيوة الدُّنْيَا فِي الْآخِرَةِ الأَمَتَاعُ المرور. আল্লাহ