কালীগঞ্জে বিএনপি’র শীত বস্ত্র বিতরণ

কালীগঞ্জে বিএনপি’র শীতবস্ত্র বিতরণ

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

কালীগঞ্জে বিএনপি’র শীতবস্ত্র বিতরণ। ঝিনাইদহের কালীগঞ্জে দুস্থ ও অসহায় নারী পুরুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরন করেছে উপজেলা বিএনপি । গতকাল (শুক্রবার) বিকাল ৪ টায় উপজেলার  জামাল ইউনিয়নে এ শীত্র বস্ত্র বিতরন করে দলটি।

শীত বস্ত্র বিতরন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিএনপি নেতা মোহাম্মদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নং জামাল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি নজরুল ইসলাম মোল্লা, কালীগঞ্জ পৌর যুবদলের আহবায়ক শাহজাহান আলী খোকন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিলন হোসাইন সহ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ।

শীত বস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথীর বক্তব্যে কালীগঞ্জ উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ বলেন , উপজেলার অর্ন্তগত সকল ইউনিয়নে এ ধারবাহিকতা বজায় থাকবে আশাকরি । বিএনপি গন মানুষের দল, এ দল সব সময় জনগনের পাশে থাকার রাজনীতি করে । জনগনের সুখ দুঃখ ভালবাসার প্রতি বিএনপি বরাবরই আস্থার প্রতিক হিসাবে কাজ করেছে ।

Scroll to Top