সরকারি মাহ্তাব উদ্দিন কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটিকে ছাত্রশিবিরের অভিনন্দন ও শুভাশিস

কালীগঞ্জ প্রতিনিধি:

সরকারি মাহ্তাব উদ্দিন কলেজ শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের সদ্য ঘোষিত আংশিক কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সরকারি মাহ্তাব উদ্দিন কলেজ শাখা।

এক যুক্ত অভিনন্দন বার্তায় ছাত্রশিবির, সরকারি মাহ্তাব উদ্দিন কলেজ শাখার সভাপতি মোঃ হুসাইন আহমেদ ও সাধারণ সম্পাদক মোঃ তালহা জুবায়ের নবগঠিত ছাত্রদল কমিটির সভাপতি মোঃ হারুনুর রশিদ রাজা, সাধারণ সম্পাদক ডি.এফ ইফতি হাসানসহ সংশ্লিষ্ট সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

শুভেচ্ছা বার্তায় শিবির নেতৃবৃন্দ বলেন, নবগঠিত কমিটির নেতৃত্বে সরকারি মাহ্তাব উদ্দিন কলেজে ছাত্রদল নতুন উদ্যম ও গতিশীলতায় উজ্জীবিত হবে। তারা প্রত্যাশা ব্যক্ত করেন, এই নেতৃত্ব ছাত্রসমাজকে আদর্শ, শৃঙ্খলা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে ন্যায় ও সত্যের সংগ্রামে বলিষ্ঠ ভূমিকা রাখবে। শিবির নেতারা আরও বলেন, “দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ইসলামী মূল্যবোধ রক্ষার সংগ্রামে ছাত্রদল, ছাত্রশিবিরসহ সকল সচেতন ছাত্রসমাজ এক অভিন্ন লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাবে, ইনশাআল্লাহ।”

কলেজ ক্যাম্পাসে নবগঠিত ছাত্রদল কমিটিকে ঘিরে এক নতুন রাজনৈতিক সৌহার্দ্য ও সহযোগিতার পরিবেশ সৃষ্টি হয়েছে বলে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ক্যাম্পাসজুড়ে শুভেচ্ছা ও অভিনন্দনের উচ্ছ্বাসে এক প্রকার প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।

বার্তার অন্তে শিবির নেতৃবৃন্দ নবনির্বাচিত কমিটির সকল সদস্যের শারীরিক সুস্থতা, দীর্ঘজীবন ও দায়িত্ব পালনে সফলতা কামনা করেন এবং ছাত্ররাজনীতিকে কল্যাণ ও ঐক্যের পথে এগিয়ে নিতে পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানান।

আরো পড়ুন
4455
আরো পড়ুন
ঝিনাইদহ-৪ আসনে ফিরোজের হাতেই থাকছে ধানের শীষ?
আরো পড়ুন
কালীগঞ্জে হামিদুল ইসলাম হামিদের বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জনসভা
আরো পড়ুন
কালীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত
আরো পড়ুন
নিয়ামতপুরে জামায়াতের উদ্যোগে নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত
আরো পড়ুন
আমার জনপ্রিয়তাই এখন তাদের আতঙ্ক, অন্ধকারেই ছিঁড়ছে পোস্টার: মাও. আবু তালেব
আরো পড়ুন
Scroll to Top