সিমেন্ট দিয়ে ফলক ঢেকে দেওয়ার ঘটনায় সরকারি মাহ্তাব উদ্দিন কলেজ ছাত্রশিবিরের তীব্র নিন্দা ও প্রতিবাদ।

 

ঝিনাইদহের কালীগঞ্জে সরকারি মাহ্তাব উদ্দিন কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কলেজ শাখার উদ্যোগে স্থাপিত অগভীর নলকূপের ফলক সিমেন্ট দিয়ে ঢেকে দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির,সরকারি মাহ্তাব উদ্দিন কলেজ শাখার সভাপতি মোঃ হুসাইন আহমেদ।

আজ (১০ নভেম্বর ২০২৫ ইং) এক বিবৃতিতে তিনি বলেন —
“দীর্ঘদিন যাবৎ কলেজে সুপেয় পানির মারাত্মক সংকট ছিল। শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের সুবিধার কথা বিবেচনা করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সরকারি মাহ্তাব উদ্দিন কলেজ শাখা মানবিক দায়িত্ববোধ থেকে নিজস্ব উদ্যোগে ও অর্থায়নে গত ১৮ আগষ্ট ২০২৫ ইং তারিখে একটি অগভীর নলকূপ স্থাপন করে। বর্তমানে কলেজের একমাত্র সুপেয় পানির উৎস হিসেবেই এটি ব্যবহৃত হচ্ছে।

কিন্তু দুঃখজনকভাবে, গতকাল ৯ নভেম্বর ২০২৫ ইং তারিখ রাতে একটি কুচক্রী মহল এই টিউবওয়েলে ছাত্রশিবিরের নামফলক সিমেন্ট দিয়ে ঢেকে দিয়েছে। এই কাজটি শুধু একটি নাম ঢেকে দেওয়া নয়, বরং এটি নৈতিকতা, মানবিকতা ও ইতিবাচক চিন্তাকে আঘাত করার এক গভীর চক্রান্ত।”

তিনি আরও বলেন —
“সিমেন্ট দিয়ে ফলক মুছে ফেলা গেলেও শিক্ষার্থীদের হৃদয় থেকে ছাত্রশিবিরকে মুছে ফেলা যাবে না। ছাত্রশিবির তার আদর্শ,কর্ম ও মানবিক উদ্যোগের মাধ্যমে ইতোমধ্যে শিক্ষার্থীদের ভালোবাসা ও আস্থা অর্জন করেছে। আমরা সবসময় শান্তি, কল্যাণ ও ইতিবাচক পরিবর্তনের রাজনীতিতে বিশ্বাস করি।”

 

আরো পড়ুন
IMG-20251112-WA0003
আরো পড়ুন
ঝিনাইদহ-৪ আসনে ফিরোজের হাতেই থাকছে ধানের শীষ?
আরো পড়ুন
কালীগঞ্জে হামিদুল ইসলাম হামিদের বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জনসভা
আরো পড়ুন
কালীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত
আরো পড়ুন
নিয়ামতপুরে জামায়াতের উদ্যোগে নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত
আরো পড়ুন
আমার জনপ্রিয়তাই এখন তাদের আতঙ্ক, অন্ধকারেই ছিঁড়ছে পোস্টার: মাও. আবু তালেব
আরো পড়ুন
Scroll to Top