ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ফজলুল হক মুসলিম হল সংসদে ভাইস-প্রেসিডেন্ট (ভিপি) পদে নির্বাচিত হয়েছেন রসায়ন বিভাগের শিক্ষার্থী খন্দকার মোহা: আবু নাঈম। এবারের নির্বাচনে সর্বোচ্চ ৬৪১ ভোট পেয়ে তিনি শিক্ষার্থীদের আস্থা ও ভালোবাসার প্রতিফলন ঘটিয়েছেন।
খন্দকার মোহা: আবু নাঈম ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী এবং ফজলুল হক মুসলিম হলের আবাসিক শিক্ষার্থী । তিনি খুলনা মিলিটারি কলেজিয়েট স্কুল থেকে মাধ্যমিক এবং নটরডেম কলেজ থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন। ঝিনাইদহ সদর উপজেলার হামদহ কাঞ্চনপুরের সন্তান নাঈম, ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ ঝিনাইদহ সদর উপজেলা শিক্ষার্থী সংগঠন ‘ঝিনুক’-এর আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
ছাত্রজীবনের শুরু থেকেই তিনি বিভিন্ন অলিম্পিয়াড, প্রতিযোগিতা ও ক্লাব কার্যক্রমের সাথে যুক্ত ছিলেন। বিশ্ববিদ্যালয় জীবনে দীর্ঘদিন ধরে উদ্ভাস-উন্মেষ শিক্ষা পরিবারে রসায়ন বিভাগের সিনিয়র শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
শুধু একাডেমিক বা সংগঠন নয়, আন্দোলনেও তিনি সক্রিয় ভূমিকা রেখেছেন। জুলাই আন্দোলনে তিনি ফজলুল হক মুসলিম হলের শিক্ষার্থীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে অংশ নেন। ৫ আগস্ট-পরবর্তী সময়ে শিক্ষার্থীদের যৌক্তিক দাবি-দাওয়া তুলে ধরতে এবং প্রশাসনের সাথে আলোচনার মাধ্যমে তা সমাধানের চেষ্টা করেন। তার উদ্যোগে হলে দুটি ফ্রি মেডিসিন কর্নার স্থাপন করা হয় এবং জুলাই শহীদদের স্মরণে প্রতিটি রুমে শহীদদের নাম সম্বলিত গাছ বিতরণ করা হয়।
নির্বাচনে জয়ী হওয়ার পর নাঈম বলেন, “এ বিজয় কেবল আমার নয়, ফজলুল হক মুসলিম হলের প্রতিটি শিক্ষার্থীর। আপনাদের আস্থা ও বিশ্বাস ধরে রাখতে আমি সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব।”
শিক্ষার্থীরা আশা প্রকাশ করেছেন, নতুন ভিপি নাঈম তার সততা, নেতৃত্বগুণ ও দায়বদ্ধতার মাধ্যমে হলে শিক্ষার্থীদের অধিকার রক্ষায় অগ্রণী ভূমিকা রাখবেন।

ফজলুল হক মুসলিম হলে ভিপি নির্বাচিত ঝিনাইদহের খন্দকার মোহা: আবু নাঈম
আরো পড়ুন

সাইফুল ইসলাম ঝিনাইদহ- ঝিনাইদহ সদর উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে এক সীরাত...

সাইফুল ইসলাম ঝিনাইদহ- ঝিনাইদহে আওয়ামী ফ্যাসিবাদ আমলে মানবাধিকার লঙ্ঘন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।...

সাইফুল ইসলাম, ঝিনাইদহ – ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন ও দুর্নীতি-চাঁদাবাজি বন্ধের অঙ্গীকার অধ্যাপক আলী...

সাইফুল ইসলাম, ঝিনাইদহ- হরিণাকুন্ডু রিপোর্টার্স ইউনিটের সভাপতি লাড্ডু, সম্পাদক কামরুজ্জামান। জমকালো আয়োজনে...

মো. মাসুদ রানা, কালীগঞ্জ কালীগঞ্জে বৃষ্টি উপেক্ষা করে বর্ণাঢ্য র্যালি ও শোভাযাত্রার মাধ্যমে বিএনপি’র...
No posts found