প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি’ শ্লোগানে ঝিনাইদহে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

সাইফুল ইসলাম ঝিনাইদহ-

প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি’ শ্লোগানে ঝিনাইদহে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উৎসবমুখর পরিবেশে পালন করা হয়েছে। মঙ্গলবার জেলা প্রশাসন ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে যুব ভবনের হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় জেলা যুব উন্নয়ন অধিদপ্তর উপপরিচালক বিলকিস আফরোজ সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া, পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মোজাম্মেল করিম, জেলা তথ্য অফিসার আব্দুর রউফ, ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ কবীর, যুব সংগঠক চন্দন বসু ও নাসির আল সাদী।

আলোচনা সভায় বক্তারা বলেন, যুব সমাজ দেশের অগ্রযাত্রার মূল চালিকা শক্তি। তাদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে শুধু নিজেকে উন্নত করা নয়, দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে তারা গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। আধুনিক প্রযুক্তির সঙ্গে নিজেকে মানিয়ে নিয়ে বহুপাক্ষিক অংশীদারিত্বে কাজ করাই হবে ভবিষ্যৎ অগ্রগতির মূল চাবিকাঠি।

সভা শেষে ১৩ জন প্রশিক্ষিত যুব উদ্যোক্তার হাতে ২১ লাখ টাকার উদ্যোক্তা ঋণের চেক তুলে দেওয়া হয়। এছাড়াও প্রশিক্ষিত ও সফল যুব উদ্যোক্তাদের ক্রেস্ট ও প্রশংসাপত্র প্রদান করা হয়।

এর আগে যুব ভবনের সামনে থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে একই স্থানে ফিরে এসে শেষ হয়। পরে যুব উন্নয়ন ক্যাম্পাস, মুক্তিযোদ্ধা মশিউর রহমান কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৩৬টি গাছের চারা রোপণ করে ৩৬ জুলাই উদযাপন করা হয়।

বক্তারা আরও বলেন, বর্তমানে যুব সমাজের মধ্যে মাদকের প্রভাব দিন দিন বাড়ছে, যা দেশের জন্য হুমকি। তাই প্রযুক্তি নির্ভর যুবশক্তি গড়ে তোলা অত্যন্ত জরুরি। ঝিনাইদহ জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন কার্যক্রমে তারা সন্তোষ প্রকাশ করেন।

আরো পড়ুন
IMG-20251129-WA0017
আরো পড়ুন
মোবারকগঞ্জ সুগার মিলের শ্রমিকদরে গেট মিটিং অনুষ্ঠিত
আরো পড়ুন
কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
আরো পড়ুন
FB_IMG_1764336184308
আরো পড়ুন
Oplus_131072
আরো পড়ুন
কালীগঞ্জ উপজেলা ভূমি অফিসের জানালা ভেঙে ৩ লাখ টাকা চুরি
আরো পড়ুন
Scroll to Top